• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ছয় বছর পর চ্যাম্পিয়ন রাজশাহী

শিরোপা ট্রফি নিয়ে রাজশাহী বিভাগীয় দলের উল্লাস

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

ছয় বছর পর ছয় বছর পর চ্যাম্পিয়ন রাজশাহীচ্যাম্পিয়ন রাজশাহী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগে (এনসিএল) খুলনার রাজত্ব শেষ হলো। আর ৬ বছর পর রেকর্ড ছুঁয়ে ২০১৮-১৯ মৌসুমের নতুন চ্যাম্পিয়ন হলো রাজশাহী বিভাগ। গতকাল ম্যাচের শেষ দিন বরিশাল বিভাগকে ৬ উইকেটে হারিয়ে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার তালিকার শীর্ষে উঠে এলো রাজশাহী। পুরো এনসিএলে অপরাজিত থেকেই শিরোপা তুলে ধরল রাজশাহী। ৬ ম্যাচ খেলে ২ জয় ও ৪ ড্রয়ে ৩৪.৮১ পয়েন্টে প্রথম স্তরে সবার ওপরে থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করল তারা।

শিরোপার সম্ভাবনা নিয়েই বুধবারের খেলা শেষ করে স্বাগতিক দল রাজশাহী। বরিশালের বিপক্ষে গতকাল চতুর্থ ও শেষ দিন তাদের প্রয়োজন ছিল মাত্র ১০২ রান। জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে এই রান করতে কোনো কষ্টই হয়নি তাদের। জয়ের জন্য রাজশাহীর সামনে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছিল বরিশাল। ২ উইকেটে শেষ দিন ১৮২ রানে মাঠে নামে তারা। আগের দিনের জুনায়েদ ৬৫ ও জহুরুল ২৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন মাঠে নামেন।

৯৮ বলে জহুরুল ফিফটি হাঁকালেও শেষ পর্যন্ত থাকতে পারেননি। ৬৪ রানে মোসাদ্দেক হোসেনের হাতে উইকেট দেন রাজশাহী অধিনায়ক। ফরহাদ হোসেন বিদায় নেন মাত্র ৪ রানেই। তবে উইকেটে থাকা জুনায়েদ ১৬৪ বলে ১৩ চারে সেঞ্চুরি করে অপরাজিত ১২০ রান করে মাঠ ছাড়েন। দুই ইনিংস মিলিয়ে ১৯৮ রান করা জুনায়েদ হন ম্যাচসেরা।

এর আগে ২০১১-১২ মৌসুমে শেষবার জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। ছয় বছরের বেশি সময় পর টায়ার এক-এ থাকা রাজশাহী জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো। আগের তিন বছর টানা চ্যাম্পিয়ন ছিল খুলনা।

বগুড়ায় গতকাল দিনের অপর এক ম্যাচে খুলনা বিভাগ ড্র করে রংপুরের সঙ্গে। খুলনা তাদের দুই ইনিংসে ২৬১ ও ২৮২ এবং রংপুর ২৪৯/৮ (ডিক্লেয়ার্ড) ও ১৮৪/৬ (ডিক্লেয়ার্ড) করে। এছাড়া কক্সবাজারে ঢাকা মেট্রোপলিশ ও চট্টগ্রাম বিভাগের এবং সিলেট ও ঢাকা বিভাগের মধ্যকার দিনের অপর ম্যাচ দুটিও ড্র হয়। ঢাকা মেট্রোপলিশ তাদের দুই ইনিংসে ৩২৮ ও ২৬১/৬ (ডিক্লেয়ার্ড) এবং চট্টগ্রাম ৩৪৫ ও ১৪২/৪ রান করে। আর সিলেট তাদের দুই ইনিংসে ২৩৮ ও ৩০৩/৬ (ডিক্লেয়ার্ড) এবং ঢাকা বিভাগ তাদের একমাত্র ইনিংসে ৩৪৬ রান করে।

রংপুরের সঙ্গে ড্র করে অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে খুলনা। তবে কপাল পুড়েছে বরিশালের। রাজশাহীর বিপক্ষে হেরে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে তারা। অবনমন হওয়া বরিশালের পয়েন্ট ১৪.৬১। খুলনা প্রথম স্তরে টিকে যায় ১৬.৬১ পয়েন্ট নিয়ে। ড্র করে আনন্দে মেতেছে ঢাকা বিভাগও। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে এসেছে দলটি। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে চট্টগ্রামের সঙ্গে ড্র করায় প্রথম স্তরে ওঠার সুযোগ নষ্ট করেছে ঢাকা মেট্রোপলিশ। ২৫.১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করেছে ঢাকা মেট্রোপলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads