• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

মুমিনুল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ১৩৭ বলে ৯ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নিয়েছে এই 'টেস্ট স্পেশালিস্ট' মুমিনুল ইসলাম। টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি এটা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টেও তিনি ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। এই ইনিংস খেলে সেঞ্চুরির সংখ্যায় মুমিনুল ধরে ফেললেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। দুজনের টেস্ট সেঞ্চুরিই এখন সমান ৮টি।

চট্টগ্রামের জহুর আহমে চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক বাংলাদেশ। তবে ৩ বলে সৌম্য সরকারের প্যাভিলিয়নে ফিরার পর ইমরুল-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও ব্যক্তিগত ১৬ রানে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েও নো বলের কল্যাণে বেঁচে যান ইমরুল। লাঞ্চের আগে ৮৭ বলে ৩০ রান করে আউট হয়ে যান।

এরপর লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ মিঠুন (২০)। তিন অংকের কাছাকাছি চলে যাওয়া মুমিনুলকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে দেবেন্দ্র বিশুর বলে উইকেটকিপার ডরিচের গ্লাভসবন্দি হলেন তিনি। মিঠুনের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। গত জুলাইয়ে এই উইন্ডিজের বিপক্ষেই কিংস্টনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়।

স্কোর : বাংলাদেশ ২০৫ রান ৩ উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads