• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
মুশফিককে নিয়ে এমনই গর্ব মুমিনুলের মনে!

মুশফিককে দারুণ বোঝেন বলেই তাকে নিয়ে গর্ব করতে পারেন মুমিনুল

ছবি : বাংলাদেশের খবর

ক্রিকেট

মুশফিককে নিয়ে এমনই গর্ব মুমিনুলের মনে!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্য কিছুটা খারাপ খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে গতকাল বুধবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন এই উইকেটকিপার। আচমকা বাঁ হাতের আঙুলে আঘাত পেয়েছেন তিনি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুশফিকের আঙুলে কোনো চিড় ধরা পড়েনি এবং আঘাতটাও তেমন গুরুতর নয়। ফলে তাকে একদিনের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।

অবশ্য মুশফিকের সতীর্থ অপর কৃতী ব্যাটসম্যান মুমিনুল হক মনে করেন, আঘাত বড় হলেও এমনকি আঙুলটি ভেঙে গেলেও তিনি দ্বিতীয় ম্যাচটিতে খেলবেন। বিষয়টি কিন্তু তিনি মজা করে বলেননি। মুশফিকের যা মনোভাব, সেটাই তিনি সবার সামনে তুলে ধরেছেন। মুশফিক আসলে দারুণ ত্যাগী ক্রিকেটার। ছোটখাটো কোনো ইনজুরি তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। এ কারণেই মুশফিকের বিষয়টি গর্ব সহকারে বলে দিয়েছেন মুমিনুল। 

গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্টে টিম সাউদির বলে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মুশফিক। দেড় দিন কিপিং না করে আর দুই দিন মাঠের বাইরে থাকার পর দলের প্রয়োজনে ফের দায়িত্ববোধের চরম নিদর্শন হিসেবে মাঠে নামেন মুশফিক।

মুমিনুল গতকাল মিরপুরে দিনের অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভালো আছে। আমি যতটুকু জানি ভেঙে গেলেও তিনি খেলবেন।’

চলতি বছরটা বেশ ভালোই কাটছে মুমিনুলের। চারটি সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির পাশাপাশি অবস্থান করছেন বাংলাদেশের এই বিশ্বস্ত ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে আর একটি সেঞ্চুরি করতে পারলে এক বছরে মোট সেঞ্চুরি হিসাবে কোহলিকেও ছাড়িয়ে যাবেন মুমিনুল। এসব নিয়ে অবশ্য তেমন গর্ব করতে নারাজ তিনি। বললেন, ‘আমি ওভাবে কখনো চিন্তা করি না যে, আমার আরেকটা সুযোগ আছে। আমি সব সময় চেষ্টা করি টিমের জন্য যতটুকু করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে প্ল্যান করি, আমার যে রুটিন ওইভাবে চেষ্টা করি। হইলে হইল, না হইলে নাই।’

প্রথম টেস্টে বাংলাদেশ ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজে এগিয়ে রয়েছে, যা ছিল নিজেদের মাটিতে ওই দলটির বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর দ্বিতীয় টেস্ট জিতলে বা ড্র করলে সেটা হবে নিজেদের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম সিরিজ লাভ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads