• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
রংপুরে বিপিএলের ট্রফি প্রদর্শিত

রংপুরে বিপিএল ট্রফি

সংগৃহীত ছবি

ক্রিকেট

রংপুরে বিপিএলের ট্রফি প্রদর্শিত

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ট্রফি রংপুর জেলার চার ভেন্যুতে প্রদর্শন করেছে । গতকাল বুধবার দিনব্যাপী এ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ট্রফি প্রদর্শনের সময় রংপুরের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় রংপুর রাইডার্সের এই মহতী উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানান স্থানীয় জনতা। রংপুর নগরীর চারটি পৃথক স্থানে এ ট্রফি প্রদর্শন করা হয়। এর মধ্যে সকাল ৯ টায় নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ট্রফি প্রদর্শনের কাজ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে কারমাইকেল কলেজে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা স্কুল এবং রংপুর ক্রিকেট গার্ডেনে বিপিএল এর ট্রফি প্রদর্শন করা হয়।

রংপুর রাইডার্স বিপিএল’র বর্তমান চ্যাম্পিয়ন। তাই দলের ব্যবস্থাপনায় রংপুরবাসীকে এ ট্রফি দেখানোর ব্যবস্থা করা হয়। রংপুরের মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয় এই  ট্রফি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ এই ট্রফি কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন। তারা বলেন, এই ট্রফি প্রর্দশনের মাধ্যমে রংপুর অঞ্চলের ক্রিকেটারগণ আরো প্রেরণা পাবে, খেলাধুলায় তাদের মনোনিবেশ হবে, জয় ছিনিয়ে আনতে উৎসাহ জোগাবে।

রংপুর রাইডার্সের ট্রফি প্রদর্শনকে স্বাগত জানিয়ে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন বলেন, ‘এই ট্রফি প্রদর্শনের মাধ্যমে এখানে ছেলেদের ক্রিকেটের প্রতি আরো উৎসাহ জোগাবে। রংপুর রাইডার্সের বিজয়ের পেছনে রংপুরবাসীর অকুণ্ঠ সমর্থন আছে, থাকবে’। রংপুর রাইডার্সের হেড অব অপারেশন তাসভীর উল আসলাম জানান, রংপুরবাসীর ভালোবাসা পাওয়ায় প্রত্যাশায় এই ট্রফি প্রর্দশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads