• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
দল পেলেন না মুশফিক

মুশফিকুর রহিম

সংগৃহীত ছবি

ক্রিকেট

২০১৯ আইপিএল নিলাম

দল পেলেন না মুশফিক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

আইপিএল ২০১৯ আসরে দল পেলেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের তারকা এ উইকেটরক্ষক ব্যাটসমানের সঙ্গে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও নিলামে অবিক্রীত থেকে যান। সাকিব আল হাসানকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আগেই রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

তবে আর্থিকভাবে লোভনীয় ভারতীয় ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বড় চমক বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পা না রাখলেও তামিলনাড়ুর এ লেগস্পিনারকে ৮.৪ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সমান দামে পেসার জয়দেব উনাদকাতকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। জয়পুরে হওয়া নিলামে বেশ চাহিদা ছিল উইন্ডিজ খেলোয়াড়দের। শিমরন হেটমায়ারকে ৪.২ কোটি রুপিতে বেঙ্গালুরু ও কার্লোস ব্রাফেটকে ৫ কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা। নিকোলাস পুরান ৪.২ কোটি রুপিতে গেছেন পাঞ্জাবে। তবে নিলামে অবিক্রীত রয়ে গেছেন যুবরাজ সিং ও ব্রেন্ডন ম্যাককালাম। মার্টিন গাপটিলও কোনো দলের নজর কাড়তে পারেননি। বিক্রি হননি চেতশ্বর পূজারা, অ্যালেক্স হেলস, ক্রিস ওকস ও ক্রিস জর্দানও।

দল পেয়েছেন শিভাম দুবাই (৫ কোটিতে রুপিতে বেঙ্গালুরু), মোহিত শর্মা (৫ কোটিতে চেন্নাই), মোহাম্মদ শামি (৪.৮ কোটিতে পাঞ্জাব), লাসিথ মালিঙ্গা (২ কোটিতে মুম্বাই), ইশান্ত শর্মা (১.১ কোটিতে দিল্লি), অক্ষর প্যাটেল (৫ কোটিতে দিল্লি) ও হানুমা বিহারী (২ কোটিতে দিল্লি)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads