• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
‘ভুল না করলেই জেতা সম্ভব’

ছবি : সংগৃহীত

ক্রিকেট

‘ভুল না করলেই জেতা সম্ভব’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

এবার বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে বেশ লজ্জার মধ্যে পড়েছে স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে হারলে কলঙ্কে ডুববে লাল-সবুজের দলটি। আর জিতলে ক্যারিবিয়ানদের একই সফরে তিন নম্বর সিরিজ লাভের আশা টিকে থাকবে। তাই বাঁচা-মরার ম্যাচে তিন বিভাগেই উন্নতিতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। সৌম্য সরকার সতীর্থদের দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি খাটিয়ে খেলার তাগিদ। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, আগের ম্যাচের ভুলগুলো না করলে জেতা সম্ভব হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সৌম্য জানান, সিরিজ বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ তৈরি তারা। ‘প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ি আমরা। তাই চেষ্টা করব দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে আমরা ভালো করব।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫৫ বল বাকি থাকতে। সেই হারের ব্যাখ্যা দিলেন সৌম্য। ‘ওরা এই সংস্করণে বিশ্বচ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলার। হয়তো বুদ্ধির কোনো ঘাটতি ছিল। আমরা শুরুতে চড়াও হতে চেয়েছিলাম। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার সতর্ক থেকে সামলাতাম, তাহলে শেষের দিকে রান কভার করে ফেলতে পারতাম। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় মাঝখানে একটু মন্থর ব্যাটিং করতে হয়েছিল। পরের ম্যাচে শুরুতে পেসারদের একটু দেখেশুনে খেলতে হবে। একই সঙ্গে পাওয়ার প্লেটাও ভালোভাবে ব্যবহার করতে হবে। উইকেট যদি হাতে রাখতে পারি, তাহলে শেষ দিকেও ভালো করা যাবে।’

দলের ১২৯ রানের ৬১ রান এসেছিল অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে। তেমন কোনো সঙ্গী পাননি অধিনায়ক। বলা যায় সাকিব ছাড়া কেউই ক্রিজে দাঁড়াতেই পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ঝড় তুলেছিলেন শাই হোপ। এগিয়ে এসেছিলেন অন্য ব্যাটসম্যানরাও। সৌম্য মনে করেন, এই পর্যায়ে একজনের পক্ষে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া খুব কঠিন। ‘সাকিব ভাই একা টেনে নিয়ে গিয়েছিলেন দলকে। তার সঙ্গে যদি আমাদের আরেকজন রান করত তাহলে ১২৯-এর জায়গায় রান ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্যরকম হতে পারত। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকত। হোপ ওদের হয়ে অনেক ভালো ব্যাট করেছে। পাওয়ার প্লেতে অনেক রান করেছে ওরা। আমরা যদি সেখানে ডট বলের সংখ্যা বেশি বাড়াতে পারতাম, তাহলে হয়তো খেলাটা আরেকটু দূর পর্যন্ত যেত।’

বাংলাদেশ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে। এরপর ওয়ানডে সিরিজে সফরকারীদের হারায় ২-১ ব্যবধানে। এখন চলছে সবচেয়ে ছোট ফরম্যাটের সিরিজ। বাকি দুই ম্যাচ জিতলে তিন ফরম্যাটেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ লাভের গৌরব অর্জন করবে স্বাগতিক বাংলাদেশ দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads