• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সিরিজে ফিরতে আজ মাঠে নামবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সিরিজে ফিরতে আজ মাঠে নামবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু। যদিও টেস্ট আর ওয়ানডে দুটি সিরিজেই জয় পেয়েছিলো টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে সেই দুর্বার বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পাওয়ার প্লে'তে উইকেট ধরে রেখে খেলার পরিকল্পনা টাইগারদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার। 

সিরিজের প্রথম ম্যাচ হারলেও বাকি আছে আরও দুই ম্যাচ। আজ বিকেল ৫টা থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে আগের টি-টোয়েন্টি সিরিজ থেকে। চার মাস আগে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে থেকে জিতেছিল বাংলাদেশ। সেবার খেলেছিল আবার আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলে খেলার পর বাকি দু’টি খেলা হয়েছিল ফ্লোরিয়ায়। সেই সিরিজের মতো এবারও একই পরিস্থিতির সামনে সাকিবরা।

গতকাল বুধবার ম্যাচ পূর্ববর্তী বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকার জানান, তারা খেলা নিয়েই ভাবতে চান। আর ভাবতে চান, কিভাবে সিরিজে সমতা ফেরানো যায়।

ক্যারিবিয়ানরাও যে হাত, পা গুটিয়ে বসে থাকবে না। প্রথম ম্যাচে যে দাপট তারা দেখিয়েছে সন্দেহতীতভাবেই সেই দাপট তারা দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখতে চাইবে। তাতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কটরেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads