• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
টাইগারদের সামনে কিউই মিশন

বাংলাদেশ ক্রিকেট দল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

টাইগারদের সামনে কিউই মিশন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

শেষের পথে বিপিএল। আগামী ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল। তবে এর আগেই জাতীয় ক্রিকেট দলের ব্যস্ততা শুরু হয়ে যাবে। নিউজিল্যান্ড সফরের জন্য শুরু হবে প্রস্তুতি। বিপিএলের কারণে মোট দুই ভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। ৬ ও ৯ ফেব্রুয়ারি দুই ভাগে রওনা দেবেন ক্রিকেটাররা। 

নিউজিল্যান্ডে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় পাবেন শুধু বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়েছে যাদের দল। শেষ চারে উঠতে পারেননি এমন তিনটি দলে ওয়ানডে স্কোয়াডের যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে যারা হেরেছেন তাদের দলের ক্রিকেটাররা রওনা হবেন কাল বুধবার ৬ ফেব্রুয়ারি।

দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করবেন তারা। বিপিএলের দুই ফাইনালিস্ট ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলে থাকা জাতীয় দলের প্রতিনিধিরা নিউজিল্যান্ড রওনা হবেন আগামী ৯ ফেব্রুয়ারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads