• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বিশ্বকাপ ভাবনায় রুবেল

পেসার রুবেল হোসেন

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বিশ্বকাপ ভাবনায় রুবেল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

নানা কারণে বাংলাদেশের পেস বোলার রুবেল হোসেনের ব্যক্তিগত জীবন বিতর্কিত হয়ে পড়েছিল, মামলায় ফেঁসে গিয়ে জেলও খাটতে হয় রুবেলকে। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রত্যক্ষ হস্তক্ষেপে ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছিলেন তিনি। প্রতিদানটাও দিয়েছেন হাতেনাতে। বিশ্বকাপে লক্ষ্যভেদী ইয়র্কারে স্টুয়ার্ট ব্রড, অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। আসন্ন বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি।

কয়েক মাস পরই ইংল্যান্ডের মাটিতে আবার শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের পেস আক্রমণে বড় ভরসা অভিজ্ঞ এই পেসার। আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয়ের টার্গেট করছেন রুবেল। ওয়ানডে ফরম্যাটের লিগেই বিশ্বকাপের প্রস্তুতি হবে। লিগে সেরা বোলারদের তালিকায় থাকতে চান এই বোলার।

প্রিমিয়ার লিগে রুবেল খেলবেন আবাহনীর হয়ে। বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে প্রিমিয়ার লিগে নিজের টার্গেট নিয়ে তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমার লক্ষ্য থাকবে খুব ভালো বোলিং করা। কয়েকজন সেরা উইকেটটেকারের ভেতর আমিও থাকতে চাই। লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো বোলিং করা।’

বিশ্বকাপের কথা মাথায় রেখেই প্রিমিয়ার লিগে খেলবেন রুবেল। এখানে ভালো করার আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান তিনি। ২৯ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘প্রিমিয়ার লিগ আমাদের দেশের একটি লোকাল লিগ। এখানে অবশ্যই বিশ্বকাপের বিষয়টি কাজ করবে। ভালো খেললে অবশ্যই আত্মবিশ্বাসটা কাজ করবে। তারপর আপনি ধরেন যারা বিশ্বকাপ দলে যাবে তারা অনেক সুযোগ পাবে। ম্যাচ থাকবে, অনুশীলনের সুযোগ থাকবে।’

বিপিএলে ভালো করার পর আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ মাতানোর আশা রুবেলের। আবাহনী দলটা জাতীয় দলের ক্রিকেটারে ঠাসা। ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভালো কিছুর আশাই করছেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশের ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ সদস্য হলেও নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচ সাইড বেঞ্চে বসেছিলেন রুবেল। দলের সবচেয়ে দ্রুতগতির পেসার হলেও কম্বিনেশনের কারণে সুযোগ পেয়েছেন শুধু শেষ ম্যাচে। নিয়েছিলেন এক উইকেট।

সিরিজ হারলেও নিউজিল্যান্ড সফরে অনেক কিছু শেখার ছিল বলে মনে করেন রুবেল। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডে তো আমরা সিরিজটা হেরে গেছি। অনেক কিছু শেখার আছে, ওই ধরনের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, বোলারদের কীভাবে বোলিং করতে হয়। আমার তো মনে হয় এই সিরিজ থেকে আমাদের বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন- অনেক কিছু শিখেছে।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের পেসাররা সুবিধা করতে পারেননি। তবে ওই কন্ডিশনে বোলারদের জন্য খুব ভালো অনুশীলন হয়েছে। তাই ওয়ানডে সিরিজটা হারলেও বোলারদের জন্য ভালো অভিজ্ঞতা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads