• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
আজ রাতে ফিরছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি পার্কের কাছে আল নুর মসজিদসহ দুটি মসজিদে বন্দুকহামলা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়‍া বাংলাদেশের টাইগাররা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

আজ রাতে ফিরছেন ক্রিকেটাররা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

এমন ঘটনার পর খেলা চালিয়ে যাওয়া সম্ভব! বন্দুকধারীর হামলায় অনেক রক্ত ঝরেছে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। মর্মান্তিক এই ঘটনার পর বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দল দেশে ফিরবে আজ শনিবার রাতে।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখবে দল। মসজিদে হামলার পর হোটেলে ফিরে খালেদ মাসুদ বলেছিলেন, প্রয়োজনে আলাদা ফ্লাইটে হলেও যত দ্রুত সম্ভব দেশে ফিরবে দল। তবে শেষ পর্যন্ত এক ফ্লাইটেই সবাই ফিরছেন, জানিয়েছেন ম্যানেজার।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য নিরাপদে হোটেলে ফিরেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে। শুক্রবার জুমার নামাজের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট টিভিএনজেডকে বলেছেন, বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলে তারা টেস্ট বাতিল করেন। তিনি বলেন, ‘আমরা একমত যে বর্তমান অবস্থা ক্রিকেট খেলার অনুপযোগী। সত্যি বলতে এটি অবিশ্বাস্য, আমরা স্তম্ভিত।’ হোয়াইট জানান, বাংলাদেশ দলের লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে তার, ক্রিকেটাররা ছিলেন ‘হতভম্ব’।

হামলায় হতাহতদের প্রতি সহানূভূতি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টেস্ট বাতিলের সিদ্ধান্তে আইসিসির পূর্ণ সমর্থন রয়েছে। রয়টার্স জানিয়েছে, গোলাগুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড ক্রিকেট ও বিসিবির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, গোলাগুলি শুরুর সময় টিম বাসে করে হ্যাগলি ওভালের কাছেই জুমার নামাজে যাচ্ছিল বাংলাদেশ দল। কেউ মসজিদের ভেতর ছিল না এবং সবাই নিরাপদে আছে।

দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন রয়টার্সকে বলেন, ‘গোলাগুলি শুরুর সময় ছেলেরা বাসে করে মসজিদে যাচ্ছিল। ওরা মাঠে ফিরেছে, বেশ আতঙ্কিত, তবে ভালো আছে।’ ঘটনার পরে আতঙ্কিত বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থা ফুটে উঠছে তাদের টুইটে। তামিম ইকবাল টুইটারে লেখেন, ‘গোটা দল সক্রিয় বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। ভীতিকর অভিজ্ঞতা। দয়া করে সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ বিবিসির এক মুখপাত্র পরে রয়টার্সকে জানায়, ‘সব খেলোয়াড় এখন তাদের হোটেলে নিরাপদে আছে। খেলোয়াড়দের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads