• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০১৯

নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছিল ভারত। অন্যদিকে, বৃষ্টি বাধায় পাকিস্তানের বিপক্ষে ভেস্তে যায় বাংলাদেশের প্রথম ম্যাচটি। আজ তাই উভয় দলের লক্ষ্যই থাকবে ছন্দ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করার।

কার্ডিফের এই মাঠে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর সুখ-স্মৃতি রয়েছে টাইগারদের। 

বাংলাদেশ-ভারত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। পাঁচটিতে জয় রয়েছে বাংলাদেশের। অন্যদিকে ২৯ জয় ভারতের। একটি ম্যাচ পরিত্যক্ত ও আরেকটিতে ফলাফল পর্যন্ত পৌঁছেনি। 

বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

ভারত স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ জাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads