• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

সংগৃহীত ছবি

ক্রিকেট

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

বিশ্বকাপ স্বপ্ন যাত্রার মিশনে আজকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়‍ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আজকের এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আজ শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে আরেকটি ইতিহাস গড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালের যে সমীকরণ অনেকটা সহজ হবে।

আজকের ম্যাচে দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। মিডলঅর্ডার মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে এসেছেন সাব্বির রহমান এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় একাদশে এসেছেন পেসার রুবেল হোসেন।

বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের মুখোমুখি টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

নটিংহ্যামের এই মাঠকে বলা হয় রান প্রসবা। অজিদের বিপক্ষেই ২০১৮ সালের জানুয়ারিতে ৪৮১ রানের বড় সংগ্রহ করেছিল ইংল্যান্ড। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads