• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বন্ধ: সাকিব

সংগৃহীত ছবি

ক্রিকেট

আন্দোলনে ক্রিকেটাররা

দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বন্ধ: সাকিব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

বিভিন্ন দাবিতে জাতীয় দল, ‘এ’ দল, হাইপারফরমেন্স দলসহ ঘরোয়া লেভেলে সব ধরনের ক্রিকেটে ধর্মঘট ডেকেছে ক্রিকেটাররা। ম‍ূলত বেতন-ভাতাসহ নানা অসংগতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তোষ থেকে আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে বয়স ভিত্তিক দলগুলো থাকছে এর আওতার বাইরে।

আজ সোমবার মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের পক্ষে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

এবারের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবার আগে ক্রিকেটাররা ভেবেছিলেন বাড়ানো হবে ম্যাচ ফি। যদিও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল তাদের। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নেই ফ্রাঞ্চাইজি। তাই হতাশ ক্রিকেটাররা। এই কারণে সোমবার সংবাদ সম্মেলনে যোগ দেন তারা।

এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন রহমান, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহানসহ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads