• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ঐতিহাসিক টেস্টে মুখোমুখি আজ বাংলাদেশ-ভারত

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৯

দিবা-রাত্রির টেস্ট। গোলাপি বল। ক্রিকেটের লঙ্গার ভার্সনে নতুন সংযোজন। তবে এই ভার্সনটির সঙ্গে এখনো পরিচিত নয় বাংলাদেশ ও ভারত। কিন্তু আজ থেকে দুই দলেই প্রবেশ করবে গোলাপি টেস্টের আঙিনায়। ভেন্যু কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস। নন্দনকানন-খ্যাত এই স্টেডিয়ামে সাজ সাজ রব। গোলাপি আবহ কলকাতাজুড়ে। আর গোটা ভারতই যেন রোমাঞ্চে বুঁদ হয়ে আছে। সেখানে বাংলাদেশ শিবিরেও ছুঁয়ে যাচ্ছে বাড়তি উত্তেজনা। হার-জিত যাই হোক। বাংলাদেশ সময় আজ দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  

দিবা-রাত্রির টেস্ট ঘিরে কলকাতায় দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রথম চার দিনের সব টিকিট! ইন্দোরে আগের টেস্টে বাংলাদেশ হেরেছে তিন দিনে। কলকাতায় বোলাররা পাবেন আরো বেশি সুবিধা, ম্যাচ শেষ হতে পারে আরো কম সময়ে। তবু আগ্রহের কমতি নেই। গোলাপি বলের ম্যাচকে ঘিরে যেন গোলাপি রঙে সেজেছে কলকাতা। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জ্বলছে গোলাপি বাতি, কোথাও করা হয়েছে গোলাপি রং। স্টেডিয়ামের স্তম্ভ ঢেকে দেওয়া হয়েছে একই রঙের কাপড় দিয়ে।

ম্যাচকে ঘিরে ইডেনে চলছে বিশাল কর্মযজ্ঞ। চারপাশে উৎসবমুখর পরিবেশ। শুরু থেকে দিবা-রাত্রির টেস্টের বড় সমর্থক গাঙ্গুলী। বিসিসিআই প্রধান হওয়ার পর প্রথম সিরিজেই নিজের দলকে রাজি করান গোলাপি বলে টেস্ট খেলতে। তার প্রস্তাবে রাজি হয় বাংলাদেশও, যারা এর আগে ফিরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে।

এই টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ঘণ্টা বাজিয়ে তারা শুরু করবেন ভারতের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। বিমান থেকে ঝাঁপ দিয়ে দুজন প্যারাট্রুপার মাঠে দুই অধিনায়ক বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে তুলে দেবেন গোলাপি বল। এমন অসংখ্য আয়োজন আর চমকে ভরা থাকবে ইডেন টেস্টের প্রথম দিন। লাঞ্চের সময়ে শচীন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে একটা টকশো হবে। চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য ফেলিসিটেশন থাকবে। থাকবে রুনা লায়লা, জিৎ গাঙ্গুলী, সৌরজিতের পারফরম্যান্স।

অতিথিদের তালিকা বেশ লম্বা। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের বাংলাদেশ দলের খেলোয়াড়রা পেয়েছেন আমন্ত্রণ। তবে যেতে পারছেন না অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ও আল শাহরিয়ার রোকন। বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকেই আছেন অতিথির তালিকায়। ভারতের অনেক সাবেক অধিনায়ক, ক্রিকেটার পেয়েছেন আমন্ত্রণপত্র। টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, বক্সার মেরি কমের মতো অন্য খেলার তারকারাও পেয়েছেন আমন্ত্রণ।

ফ্লাডলাইনের আলোয় গোলাপি বলের টেস্ট। কেমন হবে উইকেট। কেমন হবে গোলাপি বলের আচরণ। থেমে নেই আলোচনা। তবে ইডেনের প্রধান কিউরেটর সুজন মুখার্জীর যা বলেছেন, তাতে চিন্তায় পড়তে পারে বাংলাদেশ। ইডেনে এ পর্যন্ত ৪১টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জয়ী দল মাত্র পাঁচবার আগে ফিল্ডিং করেছে। তবে সুজন মুখার্জীর ইচ্ছা টস জিতলে ভারত যেন আগে ফিল্ডিং করে। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবদের মতো পেসার থাকায় বাংলাদেশকে শুরুতেই চেপে ধরা যাবে বলে মনে করেন তিনি। এছাড়া আগে ফিল্ডিং করলে নতুন গোলাপি বলের আচরণটা মাঠে দাঁড়িয়েই দেখার সুযোগ পাবেন ভারতের ব্যাটসম্যানেরা। ইডেনের এ কিউরেটর অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, উইকেট স্বাভাবিকের চেয়ে একটু বেশি সবুজাভ থাকবে। মোট কথা ‘স্পোর্টিং’ উইকেটে খেলবে দুই দল।

ইন্দোর টেস্ট শেষ হয়েছিল তিন দিনে। বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১৩০ রানে। ইডেন টেস্টেও তেমন হবে নাকি? এমন আশঙ্কা মোটেও আমলে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তার মতে, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি তো বলতে পারি না যে খেলা তিন দিন যাবে। আর ঘাস থাকলে যে তিন দিন খেলা হবে এমন তো কথা নেই। হয়তো ঘাস থাকার পরে উইকেট কঠিন হলে ব্যাটিংয়ের জন্য খারাপ হতে পারে। আর আমার কাছে মনে হয় স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হবে।’

উৎসবের আমেজে শুরু হতে যাচ্ছে টেস্ট। বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। প্রথম টেস্টে ইনিংসে হার। আর সেটা বাজে ব্যাটিংয়ের জন্য। কলকাতা টেস্টে ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলে বড় বিপদই অপেক্ষা করছে। ব্যাটিংয়ের সঙ্গে পূর্ণ মনোযোগ দিতে হবে বোলিং ও ফিল্ডিংয়েও। তাতে যদি ঐতিহাসিক টেস্টে কিছু পেতে পারে বাংলাদেশ। না হলে, গায়ে লেপ্টে যাবে হোয়াইটওয়াশের লজ্জা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads