• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ম্যাচ আয়োজনে আগ্রহী ভারত

ফাইল ছবি

ক্রিকেট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ম্যাচ আয়োজনে আগ্রহী ভারত

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় একটি ম্যাচ আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেট বোর্ড। গুজরাটের মোরাতায় নব সাজে সজ্জিত সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে নির্মিত বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে তৃতীয় ম্যাচটি আয়োজনের ইচ্ছে প্রকাশ করে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

এ ম্যাচ দিয়েই এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশ্বের সর্ববৃহৎ এ স্টেডিয়ামটি উন্মোচন করতে আগ্রহী ভারত। বিশ্ব তারকাসমৃদ্ধ অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, একটি ম্যাচ আয়োজনে বিসিসিআই ইতোমধ্যেই তাদের আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।

পাপন সাংবাদিকদের বলেন, ‘এটা সত্যি যে, তারা একটি প্রস্তাব দিয়েছে। তবে এখনো সেটা আনুষ্ঠানিক নয়। এখন পর্যন্ত বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিসিসিআই জানিয়েছে, সিরিজের আগে স্টেডিয়ামটি প্রস্তুত হলে তারা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি ম্যাচ আয়োজন করতে চায়।’

বিসিসিআই যুগ্ম-সচিব জয়েশ জর্জের উদ্ধৃতি দিয়ে ভারতের বেশে কয়েকটি পত্রিকার খবরে বলা হয়েছে, এ সিরিজে পাকিস্তানের কোনো খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হবে না এবং অধিনায়ক বিরাট কোহলিসহ ভারতের বর্তমান জাতীয় দলের পাঁচ ক্রিকেটার  এশিয়া একাদশের হয়ে খেলবে। জয়েশ জর্জ বলেন, ‘আমরা জানি এশিয়া একাদশে পাকিস্তানের কোনো খেলোয়াড় থাকবে না, দুই দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলার কোনো সম্ভাবনা নেই, এশিয়া একাদশের হয়ে ভারতের কোন পাঁচ ক্রিকেটার খেলবেন, তা ঠিক করবেন সৌরভ গাঙ্গুলি।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads