• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
'নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ'

ফাইল ছবি

ক্রিকেট

'নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সব নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘সবার আগে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি, তারা ক্রিকেট টিম পাঠাবে কিনা। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি অনেক খেলোয়াড় ও দলের সদস্য সেখানে যেতে অপারগতা জানাচ্ছে, তাদের পরিবার সেখানে পাঠাতে সাহস পাচ্ছে না।’

আজ রোববার সচিবালয়ে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী মাসে টেস্ট ও টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার সূচি রয়েছে।

২৩, ২৫ এবং ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি২০ ম্যাচ খেলার সূচি রয়েছে। এছাড়া টেস্ট ম্যাচ দুটি রাওয়ালপিন্ডি ও করাচিতে হওয়ার কথা রয়েছে।

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে অন্য দেশের ক্রিকেটাররা খেলতে অনাগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলার আয়োজন করে আসছে।

এবিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ বলেন, ‘ক্রিকট বোর্ড সিদ্ধান্ত নিলেও দল পাকিস্তানে পাঠাবো কি পাঠাবো না এটা নিরাপত্তার ওপর নির্ভর করবে।’

‘দল পাঠানোর বিষয়ে ক্রিকেট বোর্ড আমাদেরকে অবগত করলে আমরা আমাদের পক্ষ থেকে পাকিস্তান সরকার কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবো। পরে পাকিস্তানের কাছে নিরাপত্তার বিষয়টা জানতে চাইবো। সকল নিরাপত্তার বিষয় নিশ্চিত হলেই আমাদের দল পাঠাবো,’ যোগ করেন তিনি।

সরকার সবুজ সংকেত দিয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে খেলোয়াড়দের পাঠানো সম্ভব হবে কিনা।

‘তবে এ বিষয়ে বিসিবি এখনো আমাদেরকে পরিষ্কারভাবে কিছু জানায়নি। যেটাই হোক আমাদের খেলোয়াড়দের নিরাপত্তাটা আগে। তারা আমাদের সম্পদ, তাদেরকে কোনোভাবেই আমরা নষ্ট করতে চাইবো না। তাদের কোনো ক্ষতি হোক এটা আমরা কেউই চাই না,’ বলেন তিনি।

বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তান ঘুরে এসেছে, তারা কি রিপোর্ট দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রিপোর্টটা এখনো আমি জানি না।’

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০০৭-০৮ মৌসুমে সর্বশেষ পাকিস্তান সফর করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads