• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের রানের পাহাড়

সংগৃহীত ছবি

ক্রিকেট

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের রানের পাহাড়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০২০

তামিম ইকবালের বিধ্বংসী সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ভালো করতে পারেনি টাইগাররা। ব্যাক্তিগত ৯ রান করে রান আউট হন লিটস দাস। এরপর, শান্তও রান আউট হন ৬ রান করে। দলের রান তখন ৬৫। তারপর তামিমেম সঙ্গে হাল ধরেন মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান জড়ো করেন এ দুজন। মাধেভেরের বলে আউট হওয়ার আগে মুশফিক তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৫৫ রান।

এরপরে, মাহমুদউল্লাহকে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ১০৬ রান করেন তামিম। এর মাঝে নিজের সেঞ্চুরি তুলে নেন তিনি। মাহমুদউল্লাহ আউট হন ৫৭ বলে ৪১ রান করে। পরে, তামিমের ১৩৬ বলে ১৫৮ রানের রেকর্ড গড়া অনবদ্য ইনিংসের শেষ হয় মাম্বার বলে মুতুম্বজির হাতে ক্যাচ দিয়ে। ওয়ানডেতে এটাই তামিম ইকবালের সর্বোচ্চ রানের ইনিংস। ক্যারিয়ারে ১২তম শতক পেলেন তিনি। এর আগে, এ ইনিংস খেলার সময় নাম লিখিয়েছেন ৭ হাজার রানের ক্লাবেও। তামিম আউট হওয়ার সময় টাইগারদের রান ছিলো ২৯২।

ইনিংসের শেষদিকে মোহাম্মদ মিঠুনের ঝড়োগতির  বলে  রানে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ৩২২ রানের বড় স্কোর গড়ে মাশরাফির দল।

রোডেশিয়ানদের পক্ষে মাম্বা ২টি উইকেট শিকার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads