• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
লাইভে সাকিবকে হত্যার হুমকি

সংগৃহীত ছবি

ক্রিকেট

লাইভে সাকিবকে হত্যার হুমকি

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০২০

দা উঁচিয়ে হত্যার হুমকি। সঙ্গে ছিল বিশ্রী সব গালাগাল। ফেসবুক লাইভে সিলেটের এক তরুণ হত্যার হুমকি দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। হুমকিদাতার বাড়ি সিলেটে। সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ায় বাড়ি তার। নাম মহসিন তালুকদার।

রোববার রাত ১২টা সাত মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সেই তরুণ। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালিগালাজও করেন তিনি।

দ্বিতীয় দফায় সেই তরুণ লাইভে আসেন ভোর ৬টার দিকে। সেখানে অবশ্য রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তবে সাকিবকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি। গত বৃহস্পতিবার ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্যামাপুজো এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান সাকিব। পরদিন শুক্রবার ফিরে আসেন দেশে। গত ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্ট দিয়েই ফেরার প্রতীক্ষায় রয়েছেন তারকা এই অলরাউন্ডার।

জ্বলে ওঠার প্রস্তুতিতে সাকিব : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন গত মাসের ২৯ তারিখ। মুক্তি মেলার পরও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে মনে হচ্ছে এই নিষেধাজ্ঞা কিংবা বিতর্কের নেতিবাচক বৃত্ত ভেঙে দারুণভাবেই খেলায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন  সাকিব আল হাসান। যেভাবে আগেও অনেক বিতর্ককে উড়িয়ে মাঠের বাইরে ফেলেছেন পারফরম্যান্স দিয়ে। আসন্ন বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব খেলবেন জেমকন খুলনার জার্সিতে। এই টুর্নামেন্টে আলো ছড়ানোর লক্ষ্য নিয়েই যে এগোচ্ছেন, সেটি বুঝিয়েছেন রোববারের অনুশীলনে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনে সাকিব ছিলেন বিধ্বংসী মেজাজে। নেটে প্রতিটি বোলারের ওপরই ছড়ি ঘুরিয়েছেন। দেখে মনেই হয়নি দীর্ঘ এক বছর পর ব্যাটিং করছেন। টি-টোয়েন্টির প্রস্তুতি টি-টোয়েন্টি মেজাজেই নিচ্ছেন। শর্ট অব লেংথ, গুড লেংথ, ফুল লেংথ, ইয়র্কার, ফুল টস, লোয়ার ফুল টস- কোনো বলেই বোলারদের বিন্দুমাত্র সমীহ দেখাননি সাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads