• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ছুটি চেয়ে সাকিবের চিঠি

সংগৃহীত ছবি

ক্রিকেট

ছুটি চেয়ে সাকিবের চিঠি

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২১

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরাটা হয়েছে দারুণ। ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে রাঙিয়েছেন। এক ম্যাচে পান ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে সিরিজ সেরার তকমাও পেয়েছিলেন সাকিব আল হাসান।

টেস্টে ফেরাটাও দারুণ তার। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দারুণ ফিফটি করে নিজেকে জানান দেন তিনি। কিন্তু চট্টগ্রাম টেস্টের শেষটা ভালো হয়নি তার। নতুন চোটের কারণে খেলতে পারেননি শেষের দুটি দিন। বাংলাদেশ হারে বাজেভাবে। চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না সাকিব। এটা পুরনো খবর। নতুন খবর হলো, আসন্ন নিউজিল্যান্ড সফরে যেতে চাইছেন না সাকিব। চাইছেন ছুটি।

কিউই সফরের দলে তাকে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন জাতীয় দলের তারকা এই অলরাউন্ডার। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিশ্বসেরা এ অলরাউন্ডার পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন। যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে আকরাম খান বলেছেন, ‘আমরা তার (সাকিব) কাছ থেকে একটি চিঠি পেয়েছি। যেখানে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চাইছে। কারণ তখন সে তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়। আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।’

আপাতত মাঠের বাইরেই রয়েছেন সাকিব। দীর্ঘদিন পর সাদা পোশাকে ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের মাত্র দুদিন মাঠে থাকতে পেরেছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচের দ্বিতীয় দিন উরুর চোটে মাঠ ছাড়েন তিনি। টেস্টের বাকি দুদিন ব্যাটিং বোলিং কিছুই করতে পারেননি তিনি। পরে বিসিবি জানায়, ঢাকা টেস্টে নেই সাকিব। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।  গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দুই দল ফিরে এসেছে রাজধানী ঢাকায়। করোনা প্রটোকলের কারণে দুই দলই একসাথে হোটেল সোনারগাঁওয়ে বায়ো সিকিউর বাবলে প্রবেশ করেছে। কিন্তু সাকিব চলে যান নিজের বাসায়। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না সাকিব।

এবার নিজ থেকেই নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব। মার্চে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। যেখানে ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৮ মার্চ থেকে হবে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads