• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
‘এমন দল আমরা নই’

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘এমন দল আমরা নই’

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়ে দলের গর্বের জায়গায় চোট লেগেছে বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের দাবি, দলের ব্যাটিং সামর্থ্যের সত্যিকার প্রতিফলন পড়েনি প্রথম ম্যাচে। ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিচ্ছেন তিনি।

ডানেডিনে গতকাল বাংলাদেশ গুটিয়ে যায় ১৩১ রানে। তিন সংস্করণ মিলিয়েই এই মাঠে আগে ব্যাট করা দলের সর্বনিম্ন স্কোর এটি। ছোট্ট পুঁজি নিয়ে অনুমিতভাবেই জমে ওঠেনি লড়াই। নিউজিল্যান্ড জিতে যায় ৮ উইকেটে। সকালে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে উইকেটে একটু আর্দ্রতা ছিল, ট্রেন্ট বোল্ট প্রথম স্পেল করেন দুর্দান্ত। তবে এসবকে অজুহাত দিতে চান না তামিম। ম্যাচ শেষে তিনি মনে নিলেন তাদের ভুল। তিনি বলেন, ‘সকালে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমাদের আউটগুলো যদি দেখেন, ৩-৪টা আউট খুবই সফট ছিল। যেগুলা আমরা আশা করি না। আমাদের ব্যাটিংয়ে আমরা অনেক গর্ব খুঁজে নেই। ১৩০ রান করার মতো দল আমরা নই, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads