• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বিসিবি'র প্রেসিডেন্ট হতে চান সাকিব

  • প্রকাশিত ২১ মার্চ ২০২১

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না।

শনিবার রাতে দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে নিজের মনের এই ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব। তার বিশ্বাস, যদি সত্যিই কখনো এই দায়িত্ব পান তাহলে সেখানেও ইতিহাসের সেরা হবেন।

তিনি বলেন, ‘আমার কাছে তো মনে হয় যদি কখনো বিসিবির ওই জায়গায় যেতে পারি, আমি যত ভালো কাজ করবো, বাংলাদেশে এটা আর কেউ করতে পারবে না। অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে, অবশ্যই সেটা হতে চাইবো। এবং আমি জানি বিসিবির ইতিহাসের সেরা হতে পারবো। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।’

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট হলে কিভাবে ক্রিকেটকে বদলে দিতে চান তা নিয়েও কিছু ধারণা দিয়েছেন সাকিব। আইপিএল এবং অন্যান্য উন্নত ক্রিকেট রাষ্ট্রের ঘরোয়া আসরগুলো নিয়ে মুগ্ধতা ছিল সাকিবের কণ্ঠে।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads