• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
অধরা সিরিজ জয়ের খোঁজে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

অধরা সিরিজ জয়ের খোঁজে বাংলাদেশ

  • মাহমুদুন্নবী চঞ্চল
  • প্রকাশিত ২৫ মে ২০২১

উপমহাদেশে সিরিজ জয়ের চক্রপূরণের মোক্ষম একটা সুযোগ বাংলাদেশের সামনে। ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। নেই শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সুযোগ বলতে গেলে এখন টাইগারদের হাতের মুঠোয়। বাকি দুটি ওয়ানডে। এর মধ্যে একটিতে জিতলেই লঙ্কানদের বিরুদ্ধে আসবে ওয়ানডে সিরিজ জয়। যা হবে যেকোনো ফরম্যাটে লঙ্কানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের সুখস্মৃতি। পারবে বাংলাদেশ?

এক ম্যাচ বাকি থাকতেও তা হতে পারে। সেটির জন্য জিততে হবে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজ বাংলাদেশ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩৩ রানের ব্যবধানে। প্রায় একপেশে ম্যাচই হতে চলেছিল। তবে হাসারাঙ্গার মারকুটে ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে বলতে গেলে বাড়তি রোমাঞ্চ সৃষ্টি হয়েছিল। শেষ হাসি বাংলাদেশেরই। সব মিলিয়ে ব্যাটে-বলে ভালোই করেছে স্বাগতিকরা। যদিও ক্যাচ মিসের পুরনো রেওয়াজ বহাল ছিল এই ম্যাচেও। সাকিবের বলে ভয়ংকর হাসারাঙ্গা ক্যাচ দিয়েছিলেন, তা নিতে পারেননি লিটন। এই এক ক্যাচ মিসই হতে পারত বাংলাদেশের হারের কারণ। ভাগ্য ভালো, তা হয়নি। পরে সাইফের বলে হাসারাঙ্গা ক্যাচ দিলেও তা লুফে নিতে ভুল করেননি আফিফ।

সব মিলিয়ে ব্যাটে-বলে আরো একটু গোছাল হলে সামনের দুটি ম্যাচই জেতা উচিত বাংলাদেশের। আর তাতে আসতে পারে লঙ্কানদের বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, ভাগ্য ভালো হলো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও।

ঘরের মাঠে উত্তুঙ্গ আত্মবিশ্বাসে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজের ট্রফিটাও ঘরে রাখতে দায়িত্বটা বাড়ছে মুশফিকদের। আর সেটা করতে পারলে হবে দীর্ঘ অপেক্ষার অবসান। কারণ লঙ্কানদের বিরুদ্ধে বাংলাদেশের নেই কোনো সিরিজ জয়ের রেকর্ড।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ছয়টি। এর মধ্যে পাঁচবার হোয়াইটওয়াশ, ব্যবধান ৩-০। একবার হারের ব্যবধান ২-১। ২০০২ থেকে শ্রীলঙ্কার সঙ্গে দিপাক্ষিক ওয়ানডে সিরিজ শুরু। সর্বশেষ ২০১৯ সালে। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের মাটিতে বাংলাদেশ উড়ে গিয়েছিল ০-৩ ব্যবধানে। ওই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তামিম ইকবাল।

এবার সেই তামিম পূর্ণ দায়িত্বে বাংলাদেশের ওয়ানডে দলে। প্রথম ম্যাচে যার শুরুটা হয়েছে বেশ ভালো। পেয়েছেন জয়ের দেখা। ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন দারুণ ফিফটি করে। আজ তামিমের চোখও সরাসরি জয়ে। আর তা হলে টাইগাররা পাবে অধরা সিরিজ জয়ের স্বাদ। পারবে তো তামিম বিগ্রেড? 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads