• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত

সংগৃহীত ছবি

ক্রিকেট

মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২১

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মা–বাবার অসুস্থতার খবর শুনে আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। জানা গেছে, মুশফিকের মা–বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কাল রাতেই তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

হারারেতে জিম্বাবুয়ে সিরিজ কাভার করতে যাওয়া সংবাদকর্মীদের বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল। সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে। আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তাঁর পরিবারের প্রতি। ভবিষ্যতে কী হবে, এটা নিয়ে কোনো বক্তব্য দিতে চাইছি না, যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয়।’

এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। সে জন্য মুশফিককে বাইরে রেখেই টি-টোয়েন্টির দল ঘোষণা করেন নির্বাচকেরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads