• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে আজম খানকে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০২১

ক্রিকেটীয় সময়টা একদমই ভালো যাচ্ছে না। করোনার প্রভাবে প্রায় নড়বড়ে অবস্থা বিশ্ব ক্রিকেটের। এর উপর একের পর এক দুঃসংবাদে জর্জরিত ক্রিকেট।

বিভিন্ন দলের খেলোয়াড়দের করোনা আক্রান্তের খবর এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। এর মধ্যেই এল ইংল্যান্ডের বেন স্টোকসের ক্রিকেট ছাড়ার খবর। এমন সব ঘটনায় দিশেহারা ক্রিকেটীয় অঙ্গনকে ভয় ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আজম খান। অভিষেকের পর থেকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। এবার আঘাতটা পেলেন শারীরিকভাবে।

গায়ানায় গতকাল পাকিস্তানের অনুশীলনে বল লেগেছে আজম খানের মাথায়, তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান দলে রীতিমতো ভয়ের শিহরণ ছড়িয়ে যাওয়ার মতোই ঘটনা। বল লাগার মুহূর্তে বা এর পরে জ্ঞান হারাননি। সতর্কতাবশত তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন সুস্থতার দিকেই আছেন বলে জানা গেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মুহূর্তে চার ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ খেলছে পাকিস্তান। গত বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে, বাংলাদেশ সময় আজ রাত ৯টায় গায়ানায় হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচে তো খেলা হচ্ছেই না আজমের, তৃতীয় টি-টোয়েন্টিতেও তিনি খেলছেন না বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কি না, সেটি বোঝা যাবে আরও পরীক্ষা-নিরীক্ষার পর।

ক্রিকইনফো জানাচ্ছে, আজমের মাথায় যে বলটা লেগেছে, সেটি এক ফাস্ট বোলারের বল ছিল বলে জানা গেছে। তবে সে সময়ে আজম হেলমেট পরা ছিলেন এবং বল লাগার মুহূর্তে কিংবা এরপরে কখনো আজম জ্ঞান হারাননি বলেই জানাচ্ছে ক্রিকইনফো।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, নিউরোসার্জন আপাতত তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। আগামী সোমবার আবার আজমের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। ওই পরীক্ষা-নিরীক্ষার ফলই ঠিক করবে, চতুর্থ টি-টোয়েন্টিতে আজম খেলতে পারবেন কি না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads