• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

কোয়ালিফাই রাউন্ডের প্রথম ম্যাচে বিজয়ী জাগ্রত ২৫ ও দ্বিতীয় ম্যাচে জয়ী বিজয় ১৬ দল

ক্রিকেট

বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর কোয়ালিফাই রাউন্ডের খেলা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০২১

মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান স্কুল ও কলেজ ব্যাচ-২০০৪/২০০৬ ভিত্তিক ফেইসবুক গ্রুপের ‘স্পোর্টস ৪/৬’ এর সদস্যদের আয়োজনে বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর কোয়ালিফাই পর্বের খেলা আজ শুক্রবার বুটেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

প্রথম ম্যাচ শুরু হয় সকাল ৮টায়। এই খেলায় জাগ্রত ২৫ এর মুখোমুখি হয় উদ্দীপ্ত ২১ দল। টি-টোয়েন্টি ফরমেটের এই খেলায় টসে জিতে উদ্দীপ্ত ২১ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে রাব্বি ও রাহাদ রাকিবের দায়িত্বশীল ব্যাটিং এ উদ্দীপ্ত ২১ মোট ১৯৩ রান সংগ্রহ করে। জাগ্রত ২৫ ব্যাটিং এ নেমে টপ অর্ডারের নির্ভরযোগ্য দুইজন ব্যাটসম্যান ৫০ রানের মধ্যেই হারায়। কিন্তু দলের অন্যতম ব্যাটসম্যান তনু সাহা (৮০) ও দলীয় অধিনায়ক ফয়সাল আহমেদ শাকিলের (৫৩) দায়িত্বপূর্ণ ব্যাটিং নৈপুণ্যে জাগ্রত ২৫ নির্ধারিত ওভারের ৪ বল হাতে রেখেই ১৯.২ ওভারে জয়ের বন্দরে পৌছে যায়। ফলশ্রুতিতে জাগ্রত ২৫ সরাসরি ফাইনালে অংশগ্রহনের টিকেট পায়ে যায়। বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ, সিজন ৩ এর শিরোপা অর্জনে কার মুখোমুখি হতে হবে তা নির্ধারণ হবে আগামী ২৬ নভেম্বর।

২য় ম্যাচে বিজয় ১৬ মুখোমুখি হয় বীর বাঙ্গালী ৫২ দলের। টসে জিতে বিজয় ১৬ প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বীর বাঙ্গালী ৫২ এর লিটন ও এ করিম ফরহাদ এর ঝড়ো ব্যাটিং এ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান এর বিশাল স্কোর দাড় করায়। বিজয় ১৬ এর জন্য ২১০ রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেয় বীর বাঙ্গালী ৫২। ব্যাটিং করতে নেমে প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান আমিনুল ইসলাম পলাশকে হারিয়ে হোঁচট খায় বিজয় ১৬। অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান পারভেজ হাসান ব্যাক্তিগত ২৮ রান করে সাজঘরে ফেরত গেলে দলের হাল ধরেন মারকুটে ব্যাটসম্যান সাইফুল ইসলাম শাকিব। ৫৬ বলে অপরাজিত ১৩৮* রানের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড করে দেন বীর বাঙ্গালী ৫২ এর বোলিং দূর্গ। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে বিজয় ১৬ তাদের জয় ছিনিয়ে নেয়।

এই পরাজয়ের সাথে বীর বাঙ্গালী ৫২ কে টুর্ণামেন্ট থেকে বিদায় নিতে হয়। বিজয় ১৬ ফাইনালে খেলার জন্য আরো একবার মুখোমুখি হতে হবে উদ্দীপ্ত ২১ এর ২য় এলিমিনেটর ম্যাচে। আগামী শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় উভয় দল লড়বে ফাইনালে জাগ্রত ২৫ এর মুখোমুখি হওয়ার লড়াইয়ে। 

উত্তেজনাপূর্ণ এই টুর্ণামেন্টের বাকি দুটি খেলার আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন সংবাদ পত্র ও সংশ্লিষ্ট অনলাইন পোর্টালে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads