• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

পিসিবির গদি ছাড়ার পরিকল্পনা নেই রমিজের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২২

ইমরান খানের পতনের পর গুঞ্জন উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ হারাচ্ছেন রমিজ রাজা। তবে একটি সূত্র জানিয়েছে, পিসিবির গদি ছাড়ার কোনো পরিকল্পনা আপাতত নেই তার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে পিসিবির চেয়ারম্যান পদে বসেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ইমরান খানের পছন্দের ব্যক্তি হিসেবেই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পান তিনি। অনাস্থা ভোটে হেরে সেই ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। তিনি ক্ষমতায় আসায় পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির পথ সুগম হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের সংবাদমাদ্যম। শাহবাজের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেঠি ইমরান খান ক্ষমতায় আসার পর ২০১৮তে পিসিবির চেয়ারম্যানের পদ হারিয়েছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এর আগে দাবি করে, শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন রমিজ। আর তার জায়গা নিচ্ছেন নাজাম শেঠি।

কিন্তু মঙ্গলবার জিও নিউজ জানিয়েছে, নতুন সরকারের কাছ থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন রমিজ। এর আগ পর্যন্ত সকল দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চালিয়ে যাবেন তিনি।

পিসিবির সংবিধান অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী বোর্ড গভর্নরদের কাছে চেয়ারম্যানের নাম প্রস্তাব করতে পারেন। এই গভর্নরদের ভোটেই নির্বাচিত হয় নতুন চেয়ারম্যান। বছর বছর ধরে এ রীতি চলমান রয়েছে। সবশেষ ২০১৮তে ইমরান খান ক্ষমতায় আসার পর নাজাম শেঠির স্থলাভিষিক্ত হয়েছিলেন এহসান মানি।

পাকিস্তানের প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ ভাট্টি বলেন, ‘পিসিবি চেয়ারম্যান পদে সবসময়ই রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া হয়। আমরা এর আগেও দেখেছি ফেডারেল সরকারের পরিবর্তন হলে পিসিবিতে নতুন প্রধান আসেন। এমন অনেক উদাহরণ রয়েছে। ২০০৮ সালে পারভেজ মোশাররফ পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই পিসিবির পদ ছাড়েন নাসিম আশরাফ। একইভাবে ইমরান ক্ষমতা নেয়ার পর নাজাম শেঠিকে ছেঁটে ফেলা হয়।’

এ থেকে বুঝা যায় রমিজের ভাগ্য এখন পুরোপুরিই শাহবাজ শরীফের হাতে। শাহবাজ কি চাইবেন ইমরানের ঘনিষ্ঠ একজন পিসিবির দায়িত্বে থাকুক?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads