• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
‘কয়েক বছরে নিজেকে অনেক ভেঙেছি’

অভিনেত্রী নাদিয়া খানম

ছবি : সংগৃহীত

ঢালিউড

‘কয়েক বছরে নিজেকে অনেক ভেঙেছি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী নাদিয়া খানম। নাটক-টেলিফিল্মের পাশাপাশি অভিনয় করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। তার অভিনীত চরিত্রগুলো দর্শকমহলে প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। চলচ্চিত্রটির নাম ‘রেইন লাভ’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি আগামীকাল মুক্তি পাবে অডিও-ভিডিও লেবেল সিএমভির ইউটিউব চ্যানেলে।

‘রেইন লাভ’ প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া খানম বলেন, ‘ভিকি ভাইয়ার সঙ্গে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য। এর মধ্যে ‘মায়া’, ‘দূরবিন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটি অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে।’

এ চলচ্চিত্রে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন নবাগত সাজিব জামান। ‘রেইন লাভ’-এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙে ছিলেন সাইফ রাসেল, সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াত অর্পণ এবং শিল্পনির্দেশক ছিলেন জাহিদ প্রীতম।

২০০৮ সালে মিডিয়াতে যাত্রা শুরু হয় নাদিয়ার। মধ্যে পেরিয়ে গেছে ১০টি বছর। এর মধ্যে নাটকের অনেক কিছু পরিবর্তন হয়েছে। বর্তমান নাটকের মান সম্পর্কে নাদিয়া বলেন- ‘আমি মনে করি, নাটকের মান নিয়ে কথা বলার মতো এখনো আমি কেউ নই। তবে যদি সময় নিয়ে কাজ করা যায় তাহলে অনেক ভালো নাটক তৈরি করা সম্ভব। আমাদের দেশে অনেক গুণী অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারা আছেন। যারা সময় নিয়ে শুটিং করলে অনেক ভালো কিছু নির্মাণ করতে পারবেন বলে মনে করি। কিন্তু নানা কারণে অনেকেই সময় নিয়ে কাজটি করতে পারেন না।’

অভিনয়ের শুরু থেকে নাদিয়াকে গ্ল্যামার ইমেজেই বেশি দেখা গেছে। যদিও এই ইমেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। বলেন, ‘বিষয়টি কিন্তু পুরোপুরি সত্যি নয়। এটা ঠিক যে, আমার অভিনীত বেশিরভাগ চরিত্রই ছিল আধুনিক মেয়ের। তবে কয়েক বছরে নিজেকে অনেক ভেঙেছি। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘চৌধুরী অ্যান্ড সন্স’ নাটকে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তারও আগে বিবিসির ‘উজান গাঙের নাইয়া’তে একজন স্বাস্থ্যকর্মীর চরিত্রে অভিনয় করেছি, যা আমার ক্যারিয়ারের বেশ গুরুত্বপূর্ণ কাজ ছিল।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads