• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ছুটছেন সাফা কবির

মডেল সাফা কবির

ছবি : সংগৃহীত

ঢালিউড

ছুটছেন সাফা কবির

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মডেলিং দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর অভিনয়কে ঘিরেই তার সব ধ্যান-জ্ঞান। হোক সেটা চলচ্চিত্র, নাটক কিংবা ওয়েব সিরিজ। এ ছাড়া উপস্থাপনায়ও সাবলীল তিনি। এসব নিয়েই পুরা মাসজুড়ে ব্যস্ততায় তার দিন কেটে যায়। সম্প্রতি নতুন একটি নাটকে রাজকুমারী চরিত্রে অভিনয় করে আবার আলোচনায় এ অভিনেত্রী। নাম তার সাফা কবির।

ত্রিভুজ প্রেমের গল্পে এর আগেও দেখা গেছে সাফা কবিরকে। এবার দেখা যাবে আরো একটি নতুন গল্পে। নির্মিত নাটকটি প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ভালোবাসার গল্পেও নানাভাবে বাঁক বদল হয়। এই নাটক দেখার পর দর্শক সে কথা স্বীকার করবেন বলেই আমার ধারণা। অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। প্রত্যেকেই তাদের সেরা কাজটি তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করছি, গল্প ও নির্মাণের পাশাপাশি নাটকের চরিত্রগুলো দর্শকের মনে ছাপ ফেলবে।’

দেশীয় শোবিজ অঙ্গনে ওয়েব সিরিজ নির্মাণের ধুম পড়ে গেছে। পিছিয়ে ছিলেন না সাফাও। ওয়েব সিরিজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলতেই সাফা জানালেন, ‘বাঘবন্দি’, ‘উষ্ণের আত্মহত্যা’ এই দুটো ওয়েব সিরিজ অনেক আগেই করেছি। আমি যখন কাজ করেছি, তখন সেভাবে কেউ ওয়েব সিরিজ করত না, এখন যেভাবে করছে। এই দুটো ওয়েব সিরিজ খুবই ভালো গেছে। নাটক, ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য যাই হোক, ইউটিউবে যা আছে সেখান থেকে ভালো সাড়া পাই। টিভিতে যখন নাটক প্রচার হয় তখন বুঝি না কতজন দেখছে। কিন্তু ইউটিউবে যখন আসে, তখন বুঝতে পারি কজন দেখল, কতজন পছন্দ করল, অপছন্দ করল, কিংবা কে কি বলল? এ কারণে ইউটিউবে কোনো কাজ এলে আমি বেশি সাড়া পাই।’

উপস্থাপনা নিয়ে সাফা কবীর বলেন, ‘আমি কিন্তু নিয়মিত উপস্থাপনা করি না। এর আগে দুটো অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। একটি ছিল শিশুদের, অন্যটি সুন্দরী প্রতিযোগিতার। এ বছরের প্রথম দিকেই নতুন একটি কাজ করেছি উপস্থাপনায়। অনুষ্ঠানের নাম ‘তীর লিটিল শেফ’। এখানে ছোট ছোট বাচ্চারা মজার মজার রান্না করে। বেশ গোছানো এবং মজার একটি অনুষ্ঠান।’

নাটকের চলমান অবস্থা নিয়ে সাফা বললেন, ‘সমস্যা হলো, টিভি নাটকের চেয়ে অনলাইনে কাজের বাজেট বেশি থাকছে, সাড়াও বেশি আসছে। টিভির বাজেট ঠিক না থাকলে কিছু করার নেই। এ কারণে অনলাইনের নাটকগুলোয় বেশি আগ্রহ আমার। তবে ধারাবাহিক নাটকে কাজ করতে ভালো লাগে না, যা করেছি দুবছর আগে। শুরুতে গল্প একভাবে শুরু হয়। কিছুদিন পর গল্প পরিবর্তন হয়ে যায়। সবকিছু মিলিয়ে ধারাবাহিক নাটকে কোনো কিছুই ভালো লাগে না আমার।’

চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সাফা জানালেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের একটা সম্ভাবনা আছে। অবশ্যই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে। যখন মনের মতো গল্প পাব এবং অনেক মেধাবী, গুণী একজন পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ মিলবে, তখনই চলচ্চিত্রে কাজ করব। তবে গল্পটা হতে হবে একেবারেই নতুন। চাই চরিত্রনির্ভর ভিন্ন ধারার চলচ্চিত্র।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads