• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

ঢালিউড

‘এই সিনেমাটি দর্শকের দেখা উচিত’

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৯

শরৎচন্দ্রের গল্পকে ভেঙে অন্য রকম একটি রূপ দেওয়া হয়েছে এপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটিকে। জ্যোতি জানান, সিনেমার নামটি তখনকার হলেও গল্পটা এ সময়ের। তবে শরৎচন্দ্রের রাজলক্ষ্মীর ছায়া অবলম্বনেই নির্মিত হয়েছে তার অভিনীত এই সিনেমা। এটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ ভট্টাচার্য।

জানা গেছে, গল্পে আছে বাংলাদেশের প্রেক্ষাপট। আছে রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়সহ একজন নারীর জীবনের একটি অন্যরকম ভ্রমণের গল্প। আগামী ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতির স্বপ্নের সিনেমা ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’। এরই মধ্যে ট্রেলারে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন জ্যোতি। ভীষণ অনুপাণিতও হচ্ছেন তিনি সবার কাছ থেকে সাড়া পাওয়ায়। খুব সহজেই বলা যায় সিনেমাটি মুক্তির পূর্ব পর্যন্ত একটা ঘোরের মধ্যেই কাটাতে হবে তাকে। তবে কী কী কারণে মূলত জ্যোতি অভিনীত এই সিনেমাটি দেখা উচিত সেই প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

জ্যোতিকা জ্যোতি বলেন, ‘১০০ বছর আগের গল্পটিকে কীভাবে পরিচালক প্রদীপ ভট্টাচার্য বর্তমান সময়ে নিয়ে এসেছেন, তা উপলদ্ধি করার জন্য এই সিনেমাটি দর্শকের দেখা উচিত। এই সিনেমায় মানুষ এমন নতুন রাজলক্ষ্মী ও শ্রীকান্তকে দেখবে দর্শক কখনো ভাবেনওনি। সিনেমাটি কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র, প্রদীপ্ত ভট্টাচার্যের মতো নির্মাতা, ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা এবং বাংলাদেশের আমি জ্যোতি যার টলিউড অভিষেক এই সিনেমা দিয়ে, এই সবার মিশ্রণে কী তৈরি হলো তা দেখার জন্য এই সিনেমাটি মানুষ আগ্রহ নিয়ে দেখবে বলেই আমি বিশ্বাস করি। রাজলক্ষ্মী-শ্রীকান্তর একটি নির্দিষ্ট চেহারা মানুষের মনে গেঁথে আছে। এই সিনেমায় তা একেবারে ভেঙে নতুন চেহারায় হাজির করা হয়েছে। এই নতুনত্বের স্বাদ নেওয়ার জন্য দর্শক সিনেমাটি দেখবে। সিনেমাটির গল্প বলার ধরন এমন যে, মানুষ যা যা ভেবে হলে যাবে তার কোনোকিছুর সঙ্গেই এই গল্প মিলবে না। একদম আলাদা কিছু দেখবে।’

জ্যোতির এমন আশাবাদই সিনেমাপ্রেমী দর্শককে হলমুখী করবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ জ্যোতিসহ পুরো টিমের অনেক কষ্টের, অনেক শ্রমের, অনেক সাধনার একটি সিনেমা। বাংলাদেশে জ্যোতি প্রথম অভিনয় করেন কবরীর নির্দেশনায় ‘আয়না’ সিনেমায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচির একদিন’, মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় অভিনয় করেন। নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাড়ি দ্য রিভার’, ‘কুসুম’, ‘ফার্নিচার’, ‘ফাঁকি’, ‘গর্ত দ্য ট্রেঞ্চ অব ফিয়ার’, ‘কাঠগোলাপ’, ‘বনফুল’, ‘ব্রেকআপ’ ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads