• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

ঢালিউড

মৌমিতার চার ছবি মুক্তির অপেক্ষায়

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৯

চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এখনো তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হলো-মিজানুর রহমান মিজানের ‘রাগী’, ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’। এর মধ্যে ‘রক্তাক্ত সুলতানা’য় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। প্রায় সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন মৌমিতা মৌ। এখন এই সিনেমাগুলোর মুক্তির অপেক্ষায় আছেন তিনি।

এদিকে এরই মধ্যে ইডেন মহিলা কলেজ থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স করেছেন। পরিবার থেকে বিয়ের জন্য চাপ আছে বলে জানান তিনি। কিন্তু মৌমিতা মৌর এখন আগ্রহ আছে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার এবং টিভি নাটকে অভিনয় করার। তার পরিবারের সিনেমায় কাজ করার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারে আগ্রহ রয়েছে। তাই মৌমিতা মৌ এখন নাটকে কাজ করারও অপেক্ষায় আছেন। ভালো গল্প এবং গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে তিনি নাটকেও অভিনয় করবেন বলে জানালেন।

মৌমিতা মৌ বলেন, সিনেমায় আমার শুরুটা হয়েছিল অনেকটাই হঠাৎ করে। কোনো পরিকল্পনা করে চলচ্চিত্রাঙ্গনে আমার এগিয়ে যাওয়া হয়ে ওঠেনি। একজন শিল্পী হিসেবে শুধু সিনেমাতেই কেন নাটকেও অভিনয় করা যেতে পারে। তাই সিনেমার পর এখন আমার নাটকে অভিনয়ের জন্যও বেশ আগ্রহ জন্মেছে। তাছাড়া আমার পরিবার সিনেমার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারেই বেশি অনুপ্রেরণা দিচ্ছেন। আবার মাস্টার্স শেষ হয়ে যাওয়াতে পরিবার থেকে বিয়েরও চাপ দিচ্ছেন। হয়তো শিগগিরই বিয়েও করে ফেলতে পারি। দেখি আল্লাহ কী রেখেছেন ভাগ্যে।

২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করে ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ সিনেমাতে। তিনি যখন এতে অভিনয় শুরু করেন তখন সেটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ শুরু হলেও পরবর্তীতে তা সিনেমায় রূপান্তরিত হয়।

মৌমিতা মৌর আসল নাম তাহমিনা ইসরাত মৌসুমী। তার বাবা মোশারফ হোসেন ও মা মনোয়ারা বেগম। তার একমাত্র ভাই ইলিয়াস। ১২ আগস্ট জন্ম নেওয়া মৌমিতার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার সাভারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads