• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

ঢালিউড

অভিনয়ের সাত বছর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

নায়িকা হিসেবে সাত বছর পূর্ণ করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ৫ অক্টোবর ‘ভালোবাসার রং’ ছবিটি মুক্তি পায়। ছবিটির নির্মাতা ছিলেন শাহিন সুমন। এ ছবির মাধ্যমেই ঢাকাই ছবি নতুন মাত্রা পায়। ডিজিটাল সিনেমার নতুন যাত্রা শুরু হয়। ছবিটিও দর্শক নন্দিত হয়।

সাত বছরের ক্যারিয়ার পার করা মাহিও বেশ আপু্লত। তার সঙ্গে কথা বলে জানা গেল তার অনুভূতির কথা। মাহি বলেন, মনে হচ্ছে সেদিন এলাম চলচ্চিত্রে। চোখের পলকেই যেন সাতটি বছর কেটে গেল। আমি আর বাপ্পি দারুণ এক জুটি হয়ে এসেছিলাম। অতীতের অনেক স্মৃতিই মনে পড়ছে। সবার প্রতি ভালোবাসা। যাদের জন্য আজকের মাহি হতে পেরেছি তাদের সবার প্রতিই কৃতজ্ঞ।

প্রথম ছবি ‘ভালোবাসার রং’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। নান্দনিক অভিনয় দিয়ে মাহি ঢালিউডে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাহি আইটেম গানেও ভালোই নিজের ঝলক দেখিয়েছেন। তার প্রথম আইটেম গান ‘অগ্নি টু’ ছবির ‘ম্যাজিক মামণি’ আলোচিত হয়। এরপর কয়েক মাস আগে ‘অন্ধকার জগৎ’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এভাবে মাহি আইটেম গার্ল হিসেবে পরিচিতি পান। ‘রঙিলা বেবি’ আইটেম গানেও মাহি তার চমক দেখান। আইটেম গানে নিয়মিত হতে চান না মাহি। তবে গানটি ভালো হলে অবশ্যই সেই আইটেম গানে থাকবেন বলে জানান মাহি।

মাহি ফ্যাশন নিয়ে ছবি ‘স্বপ্নবাজি’তে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন। ছবিটি সম্পর্কে মাহি বলেন, ‘ছবিটির গল্প এক কথায় অসাধারণ। ফ্যাশন অঙ্গনের মানুষের বৈচিত্র্যময় ঘটনা উঠে আসবে এতে। ঈদের আগে শুটিং শুরু হয়েছে ছবিটির। পরিচালনা করছেন রায়হান রাফী।’ নতুন এ ছবি ছাড়াও মাহি ‘আমার মা আমার বেহেশত’ ও ‘আনন্দ অশ্রু’ নামে দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে আনন্দ অশ্রু চলতি বছরই মুক্তি দেওয়া হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

মাহি জানান, তার কাছে এখনো প্রচুর নতুন ছবির প্রস্তাব আসছে। কিন্তু গৎবাধা জোয়ারে নিজেকে ভাসাতে চান না তিনি। তাই হিসেব কষে পা ফেলতে চান। ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যায় এ নায়িকাকে। গত ঈদুল ফিতরে তাকে দুটি অনুষ্ঠানে দেখা গেছে। পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার জন্য আগ্রহও প্রকাশ করেছেন মাহি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads