• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
হাসপাতালে কবরীর ছেলে

সংগৃহীত ছবি

ঢালিউড

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২১

করোনার উপসর্গ দেখা দিয়েছে সদ্য প্রয়াত অভিনেত্রী-রাজনীতিক সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতীর শরীরে। এ কারণে ১৮ এপ্রিল সরকারি এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর বারিধারার বেসরকারি একটি হাসপাতালে করছেন পরীক্ষা-নিরীক্ষা। শাকের জানান, গত রোববার রাত থেকেই জ্বর। এরপর যোগ হয় খাবারের স্বাদ-গন্ধ না পাওয়া এবং শরীরে অক্সিজেন মাত্রা কমে যাওয়া। এতে ঘাবড়ে যান তিনি। দ্রুত পরিচিত চিকিৎসকের সঙ্গে কথা বলে ছুটে যান একটি সরকারি হাসপাতালে। গণমাধ্যমকে শাকের বলেন, ‘ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। করোনার টেস্টও করানো হবে। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫-এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে এসেছি।’

বরেণ্য অভিনেত্রী কবরী করোনাক্রান্ত হওয়ার পর থেকেই সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন শাকের চিশতী। পাঁচ ছেলের মধ্যে চতুর্থ তিনি। এর মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভাল করছিলেন শাকের। সেখান থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads