• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

গাজীপুর নগর ভবন

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুরে নির্বাচনী কাজ বন্ধের নির্দেশ ইসির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিল ইসি। আর আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।  

রাজধানীর আগারগাঁওয়ে রোববার বিকেলে ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ কথা জানান।  

মাহবুব তালুকদার বলেন, টেলিভিশনে তারা দেখেছেন হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে ইসি এখনো এ আদেশের কোনো কপি পায়নি। যেহেতু ইসি হাইকোর্টের আদেশের বিষয়টি জানতে পেরেছে, তাই নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, কোন পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ নির্দেশনা দিয়েছেন, ইসির কোনো আইনজীবী সেখানে ছিলেন কি না, সেসব বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য থাকায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছিল। তবে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ইসি সব নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ দিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads