• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিএপি মনোনীত মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জু ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন

ছবি- বাংলাদেশের খবর

নির্বাচন

আধুনিক নগরী গড়তে নৌকায় ভোট চান খালেক ; মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়বেন মঞ্জু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মেয়র পদের প্রার্থীদের গণসংযোগের মাত্রাও বাড়ছে। ‘নগরপিতা’ বাছাইয়ে খুলনায় ভোটগ্রহণ হবে আগামী ১৫ মে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন। দুই প্রার্থীই খুলনাকে উন্নত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে নিজ নিজ প্রতীকের জন্য ভোট চাচ্ছেন। গতকাল সোমবারও তারা নির্বাচনী মাঠে ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশের খবরের খুলনা ব্যুরো প্রধান এ কে হিরু।       

আধুনিক নগরী গড়তে নৌকায় ভোট চান খালেক

আধুনিক খুলনা মহানগরী গড়তে নগরবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। গতকাল সোমবার নগরীর ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও একাধিক পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নগরীকে মাদকমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসনসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। 

বিএনপির ‘মন ভোলানো’ মিষ্টি কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তালুকদার খালেক বলেন, উন্নয়নের স্বার্থে নগরবাসী আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। খুলনা মহানগরীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী।

খুলনা সিটি করপোরেশনে অধিকাংশ সময় বিএনপির মেয়র থাকার বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরো বলেন, আমি মাত্র ৫ বছর দায়িত্ব পেয়ে কেসিসিকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছিলাম। নগরীর রাস্তাঘাট সংস্কার ও প্রশস্তকরণসহ দৃশ্যমান অসংখ্য উন্নয়নকাজ সম্পন্ন করেছি।

‘সিটি করপোরেশনে অধিকাংশ সময় বিএনপির মেয়র থাকলেও নগরীতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বরং সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল।’ এমন দাবি করেন খালেক।

তিনি গতকাল ২৩ নম্বর ওয়ার্ডের সামছুর রহমান রোড থেকে গণসংযোগ শুরু করেন। এরপর বাইতিপাড়া, শান্তিধাম মোড় হয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকা, ২৪ নম্বর ওয়ার্ডের গল্লামারী মোড়, নিরালা তাবলিগ মসজিদ, ব্যাংক স্টাফ কলোনি, বুড়ো মৌলভীর দরগাহ, কাশেম নগর, হাজী মুজিবর রহমান সড়ক, শেরে-বাংলা রোডে গণসংযোগ করেন। এ সময় এলাকার শত শত সাধারণ মানুষ মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে স্বাগত জানান। পরবর্তীতে তিনি তাবলিগ মসজিদ মোড় ও কাঁচাবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মেয়র প্রার্থী খালেকের সঙ্গে ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সি আইয়ুব আলী, কাজী মমরেজ উদ্দিন আহমেদ চাঁদ, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফায়েজুল ইসলাম টিটো, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কণিকা সাহা, শ্যামল ঘোষ প্রমুখ।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়বেন মঞ্জু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গতকাল গণসংযোগকালে তিনি বলেন, মাদকের মরণ নেশায় যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। মাদক সমাজকে নানাভাবে কলুষিত করে বিভিন্ন সঙ্কটের জন্ম দিচ্ছে। আমি মেয়র নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব।

নগরীর দৌলতপুর থানার ৬ ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মঞ্জু এ অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন। ‘এই শহরে কারা মাদক ব্যবসা করে, কারা তাদের গডফাদার, কারা তাদের লভ্যাংশভোগী তা সবার জানা। পত্রপত্রিকায় তাদের ছবি ছাপা হয়েছে।’- যোগ করেন তিনি।

২০-দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জু সকাল ৮টায় ৬ নম্বর ওয়ার্ডের রনি ভিলা থেকে গণসংযোগ শুরু করেন। স্থানীয় জনগণ ও ব্যবসায়ী, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে তিনি ভোট ও দোয়া কামনা করেন। এভাবে তিনি কবির বটতলা, শাহপাড়া, মজুমদারপাড়া, ফকিরপাড়া, আফিলউদ্দিন স্কুল, সেভ অ্যান্ড সেফ এলাকায় গণসংযোগ করেন। এরপর ৪ নম্বর ওয়ার্ডের চনুর বটতলা, দেয়ানা দক্ষিণপাড়া, মোড়লপাড়া, বন্দপাড়া, আসাদের মোড় হয়ে দুপুরে পাখির মোড়ে গণসংযোগ শেষ করেন মঞ্জু।

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে গণসংযোগে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী বজলুর রহমান, বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, জামায়াতের সহকারী সেক্রেটারি খান গোলাম রসুল, থানা বিএনপি সভাপতি শেখ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাইফুর রহমান মিন্টু, আবদুর রকিব মল্লিক, শেখ ইমাম হোসেন, শহিদুল ইসলাম, মুর্শিদ কামাল, শেখ আনসার আলী প্রমুখ। 

এদিকে একই দিন মঞ্জুর পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads