• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

গাজীপুর নগর ভবন

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুর নির্বাচনের পরবর্তী তারিখ জানা যাবে রোববার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ মে ২০১৮

আইনি বাধা পেরোনো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী তারিখ আগামী রোববার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, আদালতের রায়ের সত্যায়িত কপি ইসি হাতে পেয়েছে। আগামী রোববার নির্বাচন কমিশনের সভায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। তবে ভোটের জন্য নতুন করে তফসিল করার প্রয়োজন হবে না। শুধু ভোটের তারিখ নির্ধারণ করতে হবে।

সপ্তাহের শুরুতে হাই কোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের যে আদেশ দিয়েছিল, বৃহস্পতিবার আপিল  বিভাগ তা বাতিল করে। সেই সঙ্গে আগামী ২৮ জুনের  সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

১৫ মে ভোটের দিন রেখে ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। সে অনুযায়ী ভোটের প্রস্তুতিও চলছিল। সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে ৬ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষনা করে আদালত। দেশের বিরুদ্ধে আপিল করেন আওয়ামী লীগ-বিএনপির দুই মেয়র প্রার্থী ও নির্বাচন কমিশনের।  

বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছিলেন, ‘লিভ টু আপিলের রায় নির্বাচন কমিশনের পক্ষে গেলেও তফসিল অনুযায়ী ১৫ মে ওই ভোটের আয়োজন করা আর সম্ভব হবে না, কারণ স্থগিতাদেশের কারণে বেশ কয়েক দিন সময় নষ্ট হয়েছে।’

এর আগে আপিল বিভাগ ভোটের জন্য কোনো সময় বেঁধে না দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে সিইসি বলেন, ‘এর জন্য পুনঃতফসিল ঘোষণার প্রয়োজন হবে না, শুধু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করলেই হবে।’

রোজার মধ্যে ভোট হবে কিনা এবং প্রচারের জন্যে বাকি থাকা সাত দিন সময় দেওয়া হবে কিনা বা রোজার পরে ভোট হবে কিনা জানতে চাইলে কমিশন সচিব বলেন, এসব বিষয়েও কমিশন সভায় আলোচনা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads