• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
তিন সিটিতে নির্বাচন ৩০ জুলাই

তিন সিটিতে নির্বাচন ৩০ জুলাই

প্রতীকী ছবি

নির্বাচন

তিন সিটিতে নির্বাচন ৩০ জুলাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করেন।

সিইসি বলেন, ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। তফসিল অনুযায়ী মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।

তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সিইসি। নতুন আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ১৩ জুনের আগে যদি আচরণবিধি সংশোধন হয়, তাহলে নতুন আচরণবিধি তিন সিটি নির্বাচনে কার্যকর হবে। আর যদি পরে সংশোধন হয়, তাহলে এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads