• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রাজশাহীতে ১৪ দলের একক প্রার্থী লিটন

১৪ দলের মেয়র প্রার্থী সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

সংরক্ষিত ছবি

নির্বাচন

রাজশাহীতে ১৪ দলের একক প্রার্থী লিটন

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ২০ জুন ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নাম ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে লিটনকে মনোনয়ন দিতে মহানগর আওয়ামী লীগ এই প্রস্তাব পাঠাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে রাজশাহী ১৪ দলের বৈঠকেও লিটনকে প্রার্থী মেনে নেন শরিক দলগুলোর নেতারা। পরে আওয়ামী লীগ এককভাবে সভা করে প্রার্থী হিসেবে লিটনের নাম প্রস্তাব করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

যদিও আগেই ১৪ দলের একক প্রার্থী হিসেবে লিটনের নামই আলোচনায় ছিল। বেশ কিছুদিন আগে রাজশাহীতে জনসভায় এসে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেয়র হিসেবে লিটনকে নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। তবুও দলীয় নিয়ম অনুযায়ী সভা করে লিটনের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads