• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
তিন সিটির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আ.লীগের বৈঠক আগামীকাল

তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক শুক্রবার

ছবি : ইন্টারনেট

নির্বাচন

তিন সিটির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আ.লীগের বৈঠক আগামীকাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুন ২০১৮

তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার বৈঠকে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন তিন সিটি ও ২৪ জুন কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ ও কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছে আওয়ামী লীগ। ১৯ জুন শুরু হয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ বেশ কয়েকজন আগ্রহী প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

তিন সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বেশ কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দেন। এরপর বরিশাল বিভাগ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও আলী হায়দার বাবুল মনোনয়নপত্র জমা দেন। আর বেলা সাড়ে ১১টায় সিলেটের রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) মনোনয়নপত্র জমা দেন।

একইসঙ্গে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাও রয়েছে শুক্রবার। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকারের আরও কিছু পদে প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads