• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
প্রার্থীদের কাছে সময় সোনার হরিণ

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)

সংরক্ষিত ছবি

নির্বাচন

রাসিক নির্বাচন

প্রার্থীদের কাছে সময় সোনার হরিণ

  • বিজয় ঘোষ, রাজশাহী
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী মেয়র-কাউন্সিলর প্রার্থী ও তাদের পক্ষে প্রচার-প্রচারণা ততই চাঙ্গা হচ্ছে। সময় যেন প্রার্থীদের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মেয়র প্রার্থীদের কাছে সময় খুবই গুরুত্বপূর্ণ।

দলীয় প্রতীকে হতে যাওয়া রাসিক নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন দল দুটির গুরুত্বপূর্ণ নেতারা। কারণ, রাসিকের ৩০টি ওয়ার্ডের ভোটারদের কাছে যেতে হচ্ছে। এক দিনে দুই-তিনটি ওয়ার্ডে গণসংযোগ করতে হচ্ছে মেয়র প্রার্থীদের। পাশাপাশি ব্যস্ততা বেড়েছে প্রার্থীর সমর্থকদেরও।

মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী লিটন আগে থেকেই মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করায় তিনি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন নগরীর সাধারণ ভোটাররা। তবে পিছিয়ে নেই ২০-দলীয় জোট সমর্থিত ধানের শীষের প্রার্থী বুলবুল। তিনি শুরু থেকেই তার দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে প্রচার চালাচ্ছেন। এর মধ্যে রাসিকের সাবেক মেয়র বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রয়েছেন।

আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন তার প্রচারে কেন্দ্রীয় নেতাদের পাশে পাচ্ছেন। স্থানীয় নারী নেত্রীরাও এবার জোট বেঁধে তার পক্ষে মাঠে কাজ করছেন। গত কয়েক দিন থেকে লিটনের পক্ষে কাজ করছেন খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। দু’দিন ধরে মাঠে রয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী।

গত শুক্রবার রাজশাহী অঞ্চলের বিভিন্ন পৌরসভার ১৩ মেয়র লিটনকে সমর্থন জানিয়েছেন। এছাড়া তারা শেষ পর্যন্ত লিটনের নির্বাচনী মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া শনিবার থেকে রাজশাহীর এমপিরাও উপরের নির্দেশে মেয়র প্রার্থী লিটনের পক্ষে কাজ শুরু করে দিয়েছেন। সক্রিয়ভাবে মাঠে রয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন।

ধানের শীষের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল তার প্রচারে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ছাড়াও বিএনপির মহানগর ও জেলা নেতাদের পাশে পাচ্ছেন। পাশে রয়েছেন ২০-দলীয় জোটের অন্যান্য দলের নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় গত কয়েক দিন তার পক্ষে প্রচার চালিয়েছেন। গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ শুরু থেকেই তার সঙ্গে প্রচারে আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads