• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

জামায়াত সমর্থিত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের

ছবি: সংগৃহীত

নির্বাচন

জামানত হারিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী জুবায়ের

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে জামায়াত প্রার্থী জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট।

সিলেট সিটিতে ভোট পড়েছে এক লাখ ৯১ হাজার ২৮৯টি। এ হিসেবে জামায়াত নেতা ভোট পেয়েছেন ৫.৭ শতাংশ। যা জামানত রক্ষার জন্য পর্যাপ্ত ভোটের অর্ধেকও না।

১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে আরিফুল হক পেয়েছেন ৯০৪৯৬ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তবে গোলযোগের জন্য স্থগিত দুই কেন্দ্রে ভোট স্থগিত আছে। আরিফুল তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন। আর স্থগিত দুই কেন্দ্রে মোট চার হাজার ৭৮৭। আবার এই দুই কেন্দ্রের শতভাগ ভোট পেলেও জামায়াতের এসহানুল মাহবুব জুবায়ের তার জামানত ফিরে পাবেন না।

নির্বাচনী আইন অনুযায়ী কোনও প্রার্থী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পেলে জামানত হিসেবে জমা দেয়া টাকা ফেরত পান না।

সিলেটে জামায়াত-সমর্থিত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের ‘সিলেট নাগরিক ফোরাম’-এর ব্যানারে নির্বাচন করছেন।  কারণ হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন স্থগিত আছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads