• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
পাবনায় আ.লীগের মনোনয়নপ্রত্যাশীর শোভাযাত্রায় হামলা : আহত ১০

পাবনা জেলা

গুগল ম্যাপ থেকে নেওয়া

নির্বাচন

পাবনায় আ.লীগের মনোনয়নপ্রত্যাশীর শোভাযাত্রায় হামলা : আহত ১০

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে আওয়ামী লীগের এক মনোনায়নপ্রত্যাশীর শোভাযাত্রায় প্রতিপক্ষের হামলায় গাড়ি ভাঙচুরসহ ১০ জনকে আহত করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ‘উন্নয়ন প্রচার-প্রচারণা’ চলাকালে ঈশ্বরদী শহরে এ ঘটনা ঘটে বলে দাবি মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশবিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আবদুল আলীমের।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি ইঞ্জিনিয়ার আবদুল আলীম।

তিনি জানান, দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতার চিত্র তুলে ধরে শোভাযাত্রা বের করেন তিনি। শোভাযাত্রাটি নির্বাচনী এলাকা ঘুরে শহরে প্রবেশ করার পথে পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া মোড়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির সমর্থকরা হামলা চালায়। এ হামলার ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তার ১০ জন নেতাকর্মী আহত হন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উন্নয়ন প্রচারকাজে বাধা দিলে সেটি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads