• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
সংলাপ নিয়ে নানামুখী তৎপরতা

সংলাপ

প্রতীকী ছবি

নির্বাচন

সংলাপ নিয়ে নানামুখী তৎপরতা

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে চলছে নানামুখী তৎপরতা। সংলাপে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর পর দফায় দফায় বৈঠক করেছেন ফ্রন্টের নেতারা। গতকাল মঙ্গলবার বিকালে বৈঠক শেষে ফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রন্ট। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। সংলাপের আলোচনায় ৭ দফা দাবিকেই প্রাধান্য দেবে ফ্রন্ট।

সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী পাঠানো চিঠিতে ‘সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বার সর্বদা উন্মুক্ত’ বলে যে বক্তব্য এসেছে সে সম্পর্কে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারের মতো ফ্রন্টও দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। সেক্ষেত্রে দুই পক্ষ একমত হলে সংবিধান সংশোধন কোনো বিষয় নয়। মাত্র এক মিনিটের ব্যাপার। ইতোপূর্বে সরকার সঙ্কীর্ণ স্বার্থে সংবিধান সংশোধন করেছে বলেও মন্তব্য করেন বাংলাদেশের সংবিধানের এই অন্যতম প্রণেতা।

সংলাপ বিষয়ে গতকাল সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে নিঃশর্ত সংলাপে বসবে আওয়ামী লীগ। খোলা মন নিয়ে আলোচনা হবে।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির পর দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপিলে সাজা বৃদ্ধির ফলে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

‘বর্তমান সংবিধানের আলোকেই ৭ দফা দাবির বাস্তবায়ন সম্ভব’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের জন্য যে সরকার গঠন করা হয়েছিল তা সংবিধানে নেই। বরং ফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দেওয়া হয়েছে তা বর্তমান সংবিধানের আলোকে বাস্তবায়ন করা সম্ভব। সংলাপে এ বিষয়গুলো ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবরা তুলে ধরবেন।’

সংলাপে বসা নিয়ে ফ্রন্টের নেতারা গতকাল গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রন্টের এক নেতা বাংলাদেশের খবরকে বলেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন। বিএনপি থেকে প্রতিনিধিদলে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্য থেকে মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম অংশ নেবেন। গণফোরাম থেকে থাকবেন মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডির প্রতিনিধি থাকবেন আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও স্বতন্ত্র হিসেবে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।

খোলা মন নিয়ে সংলাপ-ওবায়দুল কাদের : গতকাল সকালে সচিবালয়ে নিজ দফতরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংলাপ হবে নিঃশর্ত। খোলা মন নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে কয়েকটি দফা সংবিধান সম্পর্কিত। দুয়েকটি আছে আইন-আদালত নিয়ে। দুয়েকটি আছে নির্বাচন কমিশন সম্পর্কিত। তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, সেটা তারা এখনই পাচ্ছেন। সভা-সমাবেশ করছেন। তফসিল ঘোষণা হয়ে গেলে এসব তখন নির্বাচন কমিশন দেখবে। বিদেশি পর্যবেক্ষকের কথা তারা বলছেন, সেটাও আওয়ামী লীগের গ্রহণ করার বিষয় নয়। এটাও নির্বাচন কমিশনের ব্যাপার।

প্রধানমন্ত্রীর চিঠি ড. কামালকে পৌঁছে দিলেন আবদুস সোবহান গোলাপ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ‘দাওয়াত’-এর চিঠি নিয়ে গতকাল সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান আওয়ামী লীগ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ সময় গোলাপ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দ্বার সর্বদা উন্মুক্ত। সুষ্ঠু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা ও ১১ লক্ষ্য নিয়ে সংলাপে-আলোচনা করা হবে। ঐক্যফ্রন্টের পক্ষে ১৬ জন সংলাপে অংশ নেবেন। বৈঠক করে তালিকা তৈরি করে তা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

প্রতিনিধি দল চূড়ান্ত করতে ফ্রন্টের বৈঠক : এরপর বিকাল ৪টায় মতিঝিলে ড. কামালের চেম্বারে বৈঠক করেন ফ্রন্ট নেতারা। বৈঠকে অংশ নেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। বৈঠক শেষে ফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads