• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

ছবি : সংগৃহীত

নির্বাচন

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়

ব্রিফিংয়ে ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

আগামী ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার চালানো যাবে না। প্রতীক বরাদ্দের পর টানা ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। একই সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে সব ধরনের অবৈধ নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এবং সিটি ও পৌর প্রশাসনকে চিঠি দেওয়ার কথা জানান। গতকাল শুক্রবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এতে আইনগত বাধা নেই বলে জানান ইসি সচিব।

আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

ইসি সচিব আরো জানান, মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে শুক্রবার ইসি সচিবালয় থেকে অবৈধ নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ। সে জন্য আগামী সাত দিনের মধ্যে জেলা, উপজেলা এবং সিটি করপোরেশন আওতাধীন এলাকায় পোস্টার, ব্যানার,  গেট,  তোরণ এবং আলোকসজ্জা অপসারণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পৌরসভার মেয়রদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য কোনো প্রার্থী যদি তার প্রচার উপকরণ অপসারণ না করেন তবে তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads