• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ইসলামী ঐক্যজোটের ৫৬ প্রার্থীর তালিকা প্রকাশ

লোগো ইসলামী ঐক্যজোট

নির্বাচন

ইসলামী ঐক্যজোটের ৫৬ প্রার্থীর তালিকা প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৫৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর লালবাগ দলীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি বোর্ড সভায় মনোনয়নের এ তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- মাওলানা আবদুল লতিফ নেজামী নরসিংদী-৩, মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রাম-৭, মাওলানা আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২, মাওলানা আবদুর রশিদ মজুমদার ঢাকা-৬, মাওলানা যোবায়ের আহমদ গাইবান্ধা-২, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার নেত্রকোনা-৩, মুফতি তৈয়্যব হোসাইন ময়মনসিংহ-২, মাওলানা আলতাফ হোসাইন কুমিল্লা-১, মাওলানা মঈনুদ্দিন রুহী চট্টগ্রাম-৫, মাওলানা ফজলুর রহমান গাজীপুর-১, মাওলানা শেখ লোকমান হোসাইন গাজীপুর-৫, মাওলানা একেএম আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া-১, মাওলানা জিয়াউল হক মজুমদার ঢাকা-৮, মাওলানা আনসারুল হক ইমরান ঢাকা-২, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী ঢাকা-৩, মুফতি আবদুল কাইয়ুম ঢাকা-৫, মু. আনোয়ার পারভেজ সানি ঢাকা-৭, মুফতি বখতিয়ার হোসাইন ঢাকা-১৮, মাওলানা যাকারিয়া মাহমুদ ঢাকা-২০, মাওলানা কাজী মঈনুদ্দীন ব্রাহ্মণবাড়িয়া-৪, মাওলানা মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া-৫, মাওলানা কারি নাসিরউদ্দিন ঝালকাঠি-১, মাওলানা ইব্রাহীম খলীল কুড়িগ্রাম-১, মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী যশোর-২, মাওলানা আবদুল কুদ্দুস নড়াইল-১, মাওলানা মাহবুবুর রহমান নড়াইল-২, মাওলানা রফিকুল ইসলাম বরগুনা-১, কারি বশির আহমদ বরগুনা-২, মো. সাঈদুর রহমান ময়মনসিংহ-৮, মুফতি কামরুল ইসলাম ময়মনসিংহ-৯, মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী কিশোরগঞ্জ-৪, এএসএম শামসুল আলম বাবুনগরী চট্টগ্রাম-২, মাওলানা মুহাম্মদ ইসহাক নরসিংদী-১, মুফতি সাইফুল্লাহ হাবিবী বরিশাল-৪, কারি রহমতুল্লাহ নেত্রকোনা-১, মাওলানা ফয়জুল হক জালালাবাদী সিলেট-১, আ ক ম এনামুল হক মামুন অথবা হাফেজ মাওলানা নওফল আহমদ সিলেট-২, ডা. হাবীবুর রহমান সিলেট-৬, মাওলানা মাসউদুর রহমান নেজামী মৌলভীবাজার-১, মাওলানা আসলাম রাহমানী মৌলভীবাজার-২, মাওলানা ইমরান আলম সুনামগঞ্জ-৩, মাওলানা আবু ইউসুফ হবিগঞ্জ-২, মাওলানা আতাউর রহমান হবিগঞ্জ-৩, মাওলানা ইয়াসিন আরাফাত কুমিল্লা-৩, মাওলানা হাবিবুর রহমান নারায়ণগঞ্জ-১, মাওলানা রহমতুল্লাহ বুখারী নারায়ণগঞ্জ-৩, মুফতি আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ-৫, মাওলানা নজরুল ইসলাম বগুড়া-৫, ইঞ্জিনিয়ার শামসুল আলম বগুড়া-৬, মুফতি আরিফ বিল্লাহ ঝিনাইদহ-২, মাওলানা আবদুর রহমান (শাহ আলম) পটুয়াখালী-১, মাওলানা আবুল হাসান তালুকদার পটুয়াখালী-৩, হাফেজ মুহাম্মদ হেমায়েত হোসেন পিরোজপুর-২, মাওলানা ওয়াহিদুল হক চাঁদপুর-১ ও মাওলানা আনোয়ার হোসাইন ফরিদপুর-১ আসন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads