• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংগৃহীত ছবি

নির্বাচন

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্রের চিঠি পেয়েছেন ১১জন।  প্রতিটি আসনেই রয়েছেন দুইজন করে প্রার্থী। তবে আগামী ৯ ডিসেম্বর চূড়ান্তভাবে একজনকেই প্রতীক দেওয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ওই চিঠি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রতিটি আসন থেকে দুইজন করে প্রার্থী দেওয়া হয়েছে। তবে আগামী ৮ ডিসেম্বর চূড়ান্তভাবে প্রতীক দেওয়ার পর দলের প্রার্থী নিশ্চিত হবে।

তিনি জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন পত্রের চিঠি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির সহ সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আবু জাফর।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসন থেকে পেয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শাহআলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসন থেকে পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম ও মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads