• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সশস্ত্র বাহিনীর সাবেক দেড়শ’ কর্মকর্তা নামছেন নৌকার পক্ষে

ছবি: বাসস

নির্বাচন

সশস্ত্র বাহিনীর সাবেক দেড়শ’ কর্মকর্তা নামছেন নৌকার পক্ষে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সশস্ত্র বাহিনীর দেড় শতাধিক সাবেক কর্মকর্তা মাঠে নামছেন। মঙ্গলবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে তারা এই অঙ্গীকার করেন। তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে ছবি তোলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী বলেন, এরা আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা করবেন এবং একাত্মতা প্রকাশ করবেন। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে যুক্ত হয়ে নির্বাচনী কর্মকাণ্ড আরো বেগবান করবে। আপনি যাতে পরবর্তীতে আবার বিজয়ী হতে পারেন, সে লক্ষ্যে এরা কাজ করবেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন ভোট অনুষ্ঠিত হবে। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আবার ভোটে জিততে আশাবাদী। আওয়ামী লীগের এই আশা পূরণ করতে মাঠে নামতে যাওয়া সাবেক এই সেনা কর্মকর্তাদের মধ্যে ১০৯ জন সেনাবাহিনীর, ১৮ জন বিমানবাহিনীর এবং ১৯ জন নৌবাহিনীর। সেনা কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তিনজন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ১৮ জন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ১৯ জন, অবসরপ্রাপ্ত কর্নেল ৭ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ২০ জন। এ ছাড়া অবসরপ্রাপ্ত মেজর রয়েছেন ৩৫ জন। এ ছাড়া ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন। নৌবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ২ জন, অবসরপ্রাপ্ত কমোডর ৭ জন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ৬ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ১ জন, অবসরপ্রাপ্ত ই. ক্যাপ্টেন ৩ জন। বিমানবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ১ জন, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ২ জন, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ৮ জন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ৭ জন।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জিএইচ মোর্শেদ খান, লে. কর্নেল (অব.) সাইফুল হক, লে. কর্নেল (অব.) খালিদ আজম, মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হোসাইন সাদেক, মেজর (অব.) মো. মহসিন সিকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আলী মণ্ডল, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী, মেজর জেনারেল (অব.) শিকদার মো. শাহাবুদ্দীন, রিয়ার অ্যাডমিরাল (অব.) আবুল কালাম মোহাম্মদ আজাদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) হারুন-উর-রশিদ, কমোডর (অব.) ওবায়দুল হক, কমোডর (অব.) এম জিয়াউল আহসান শেখ, কমোডর (অব.) আবদুল মমিন মিয়া, ক্যাপ্টেন (অব.) এম শাহাদৎ হোসেন, রিয়াল অ্যাডমিরাল (অব.) এএসএম আবদুল আওয়াল, কমোডর (অব.) এডব্লিউ চৌধুরী, কমোডর (অব.) কাজী এমদাদুল হক, ই. ক্যাপ্টেন (অব.) আবদুল জব্বার, ই. ক্যাপ্টেন (অব.) এম মোছলেউদ্দিন, ই. কমান্ডার (অব.) হরিদাস সাহা, কমোডর (অব.) এসএস নিজাম, এয়ার ভাইস মার্শাল (অব.) কাজী নজরুল হক, এয়ার কমোডর (অব.) কাজী দেলোয়ার হোসেন, এয়ার কমোডর (অব.) মোস্তাক আহমেদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মুজাহিদুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী, গ্রুপ ক্যাপ্টেন (অব.) এনআইএম ফেরদৌস হোসেন, গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবদুুর রশীদ খান প্রমুখ। সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়ে গণভবনে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads