• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সুন্দরগঞ্জে হত্যামামলার দুই আসামীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

ছবি : সংগৃহীত

নির্বাচন

সুন্দরগঞ্জে হত্যামামলার দুই আসামীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

  • মোঃ ইমদাদুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলীর কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত ডা. আঃ কাদের খান। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ এমপি মঞ্জুরুল লিটন হত্যা মামলার প্রধান আসামী। অপর দিকে ২০১৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মামুন হত্যার অন্যতম আসামী, জামায়াত নেতা মাজেদুর রহমান বিএনপি থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র বঞ্চিত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা বারি মনোনয়ন পত্র দাখিল করেছেন (স্বতন্ত্র)। জাতীয় পাটির (এ) ও মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা জামায়াতের সহ সেক্রেটারী মাজেদুর রহমান, গণ ঐক্য”র গোলাম আহসান হাবীব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, জাতীয় সমাজতান্ত্রীক দল (জে.এস.ডি) আব্দুর রাজ্জাক সরকার, কৃষক-শ্রমিক জনতালীগের মোহসিন আলী, গণতন্ত্রী পার্টি”র আবুল বাসার মো: শরীতুল্লাহ্, বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) গোলাম রব্বানী, গণফ্রন্ট শরীফুল ইসলাম, এ.বি.এম মিজানুর রহমান (স্বতন্ত্র), এমদাদুল হক নাদিম (স্বতন্ত্র)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads