• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
হলফনামায় মাশরাফির সম্পদ ও আয় বিবরণী

মাশরাফি বিন মর্তুজা

সংগৃহীত ছবি

নির্বাচন

হলফনামায় মাশরাফির সম্পদ ও আয় বিবরণী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

ক্রিকেটীয় সততার উদাহরণ দিয়ে বাজিকরদের কোটি টাকার প্রলোভন এড়িয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। একের পর এক ইনজুরির আঘাত সয়েও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভালো মানুষের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন নিজেকে। সচেতনভাবেই রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়েছেন ক্যাপ্টেন ম্যাশ। রাজনীতিতে আসার সন্তোষজনক ব্যাখ্যাও দিয়েছিলেন মাশরাফি। সততার চর্চা বজায় রেখে এবার নির্বাচনী হলফনামায় নিজের সম্পদের সঠিক বিবরণ দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

মনোনয়নপত্র বাছাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের দলনেতা মাশরাফি বিন মর্তুজার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা।

সম্পদ বিবরণীতে মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় জানিয়েছেন, তিনি কৃষিখাত থেকে বছরে ৫ লাখ ২০ হাজার, ব্যবসা (এমডি, দি ম্যাশ লি.) থেকে ৭ লাখ ২০ হাজার, চাকরি (ক্রিকেট খেলে) ৩১ লাখ ৭৪ হাজার এবং অন্যান্য খাত থেকে ১ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০০ টাকা আয় করেন।

সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণবাদে) সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা রয়েছে। তিন ব্যাংকে রয়েছে ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা। এ ছাড়া তার একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে যেগুলোর মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির ২,৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা। ৪ কোটি ৩০ লাখ টাকা মূল্যের দালান রয়েছে তার।

এবার নড়াইল ২ আসন থেকে নির্বাচন করবেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির সম্পদের এমন সৎ বিবরণ আবারো চমকে দিয়েছে এমনকি নির্বাচনী প্রতিপক্ষকেও। কারণ নির্বাচনী মাঠে যেখানে প্রার্থীরা সম্পদের হিসাব গোপন করে নিজেদের অস্বচ্ছ চেহারাকে ঢাকতে চান, সেখানে মাশরাফির সম্পদ ও আয় বিবরণীতে খালি চোখে কোনো অস্বচ্ছতা দেখতে পাচ্ছেন না ভোটাররাও।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads