• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে : আবু বক্কর সিদ্দিক সাজু

ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে : আবু বক্কর সিদ্দিক সাজু

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

মামলা, হামলা আর গ্রেফতারের ভয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু। দারুসসালাম রোডের নিজ বাসভবনে নেতা কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানান বিএনপির এই প্রার্থী।

তিনি বলেন, গতকাল (সোমবার) দলীয় প্রতীক পেয়েছি। এরপরই মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুল, সাধারণ সম্পাদক হাজি ওয়াজেদ, দারুসসালাম থানার সভাপতি হাজি আব্দুল সালামসহ বেশ কয়েকজনক নেতাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারও মিরপুরের আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমি নিজেও ৫৭টি মামলায় জামিন নিয়ে নির্বাচনে নেমেছি। মুক্তভাবে নির্বাচনী প্রচারণায় নামা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে নেতাকর্মীদের নিয়ে বাসভবনে বসে বৈঠকের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নেতাদের আটকের বিষয়টি নিয়ে বিকেল ৩টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।

বিএনপির এই প্রার্থী বলেন, মিরপুরবাসী আমার বাবা এস এ খালেককে ভালোবাসেন। তিনি ১৯৭৯ সাল থেকে টানা ৫ বার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমার ভাই সৈয়দ মো. মহাসিন ১৯৯৩ সালে উপ-নির্বাচনে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মিরপুরবাসী আমাদের পরিবারকে ভালোবাসেন। তারা সুখে-দুঃখে আমাদের পাশে পেয়ে পান। আশা করি তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানালে আমি রাজধানীর অন্যতম আদর্শ এলাকা হিসেবে মিরপুরকে গড়ে তুলব। যাতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকার মধ্যে মানুষ বসবাস করার সুযোগ পায় সেই লক্ষ্য নিয়ে মিরপুরের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক আসলাম বিনা ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছেন। তিনি এই এলাকার বাসিন্দাও নন, উড়ে এসে জুড়ে বসেছেন। তিনি একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাই জনগণ ভোটের সুযোগ পেলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জানতে চাইলে তিনি বলেন, যখন-তখন আমাদের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এ কারণে অনেকে পুলিশের ভয়ে আড়ালে থাকতে বাধ্য হচ্ছেন।

প্রতীক পাওয়ার পরে নির্বাচনী প্রচারণা শুরুর কথা থাকলেও আগামী ২ থেকে ৩ দিন পর বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। মিরপুরের মাটি আমার শিকড়, তাই এ মাটির উন্নয়ন আমার প্রধান নির্বাচনী ইশতেহার। সেই সঙ্গে মিরপুরকে আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে আরও কয়েকটি বিষয়কে সামনে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানান ঢাকা-১৪ আসনে বিএনপির এই প্রার্থী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads