• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
পটুয়াখালীতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বচনী সভা পণ্ড

গুগল ম্যাপ

নির্বাচন

পটুয়াখালীতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বচনী সভা পণ্ড

  • দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালী দুমকিতে পুলিশের লাঠিপেটায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা পণ্ড হয়ে গেছে।  পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপির।  এছাড়াও ১০-১২টি মোটর সাইকেল আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের জনৈক মোয়াজ্জেম তালুকদারের ভাড়া বাড়ীর উঠানে নির্বাচনী প্রস্তুতি সভা চলাকালে পুলিশি হামলার ঘটনাটি ঘটেছে।

পুলিশের পক্ষ থেকে অবশ্য হামলা ও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বলা হয় বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে সভা পণ্ড হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থণে উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমানের ভাড়া বাড়ির (গ্রামীণ ব্যাংক সড়কে মোয়াজ্জেম তালুকদারের বাড়ি) উঠানে নির্বাচনী প্রচারণার এক প্রস্তুতি সভার চলছিল। ওই সভাস্থলে আকস্মিক পুলিশ হামলা ও চাঠিচার্জ করে।

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর জানান, কোনো কারণ ছাড়াই দুমকি থানা পুলিশ সভাস্থলে হামলা ও লাঠিচার্জ করে সভা পণ্ড করে দিয়েছে। পুলিশি হামলায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিগদ্বিগ ছুটাছুটি করে চলে যাওয়ার পর সভাস্থলের আসবাবপত্র ভাংচুর করা হয়। এবং নেতা-কর্মীদের ১০/১৫টি মোটরসাইকেল থানায় নিয়ে গেছে। এতে আমিসহ ১০/১৫জন নেতাকর্মী কমবেশী আহত হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পুলিশি হামলা ও লাঠিচার্জের কোনো ঘটনাই ঘটেনি।  বিএনপির সভাস্থলে অভ্যন্তীণ দলীয় কোন্দলের হট্টগোলের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি ও হুরাহুরিতে কেউ আহত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে ৬টি মোটর সাইকেল পরিত্যাক্তাবস্থায় জব্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads